লাতিন আমেরিকার দেশ হন্ডুরাস। প্রেসিডেন্ট নির্বাচনে আপাতত এগিয়ে বিরোধী ‘বামপন্থী’ দল লিব্রে। হন্ডুরাসের ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিল (সিএনই) রবিবার প্রাথমিক ফলাফল প্রকাশ করার পর, দেখা যায় ‘লিবার্টি অ্যান্ড রিফান্ডেশন পার্টির’ (LIBRE) প্রার্থী শিওমারা কাস্ত্রো ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে রক্ষণশীল শাসক দল ‘ন্যাশনাল পার্টি’ পেয়েছে ৩৪ শতাংশ। যদিও প্রাথমিকভাবে ভোট গণনা হয়েছে ৪০ শতাংশ।
এই পরিস্থিতিতে হন্ডুরাসের ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিল (সিএনই) উভয় দলের কাছে আর্জি জানিয়েছেন যাতে আগেভাগে কেউ নিজেদের বিজয়ী ঘোষণা না করেন। অবশ্য প্রাথমিক ফলাফল প্রকাশের আগেই শাসক দল ন্যাশনাল পার্টি ট্যুইট করে নিজেদের জয় ঘোষণা করে দিয়েছে।
লাতিন আমেরিকার এই দেশটিতে নির্বাচন নিয়ে নাটকীয়তা, এই অবশ্য প্রথম নয়। এর আগে ২০১৭ সালের নির্বাচনে দুই দলই নিজেদের বিজয়ী ঘোষণা করেছিল। নির্বাচনে দেদার বেনিয়মের অভিযোগ উঠেছিল তৎকালীন ‘ন্যাশনাল পার্টি”-র প্রেসিডেন্ট অরল্যান্ডো হার্নান্ডেজের বিরুদ্ধে। নতুন করে ভোটের জন্য আন্তর্জাতিক মহল চাপ দিলেও ন্যাশনাল পার্টির বিদায়ী প্রেসিডেন্ট নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন।
প্রসঙ্গত, ২০২১ সালের মার্চ মাসে, কোকেন আমদানির জন্য হার্নান্ডেজের ভাইকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। “রাষ্ট্রীয় মদদপুষ্ট মাদক পাচারকারী” হিসাবে চিহ্নিত করা হয়েছে তাঁকে। শুধু তাই নয়, অভিযোগ করা হয়েছিল যে রাষ্ট্রপতি তার ভাইয়ের কাছে মাদক পাচারের জন্য ঘুষ নিতেন। এবারের ন্যাশনাল পার্টির প্রার্থী নাসরি আসফুরা। তিনি অবশ্য গোটা নির্বাচনে অরল্যান্ডো হার্নান্ডেজের থেকে দূরত্ব বজায় রেখে চলেছেন।
তবে ২০২১ এর নির্বাচনে হন্ডুরাসের বামপন্থীরা ২০০৯ সালের পর আবার ক্ষমতায় আসতে চলেছে। যদি LIBRE পরবর্তী গণনাতেও লিড ধরে রাখতে পারে, তাহলে তারা রক্ষণশীল ন্যাশনাল পার্টির ১২ বছরের ক্ষমতার অবসান ঘটাবে।
শিওমারা কাস্ত্রো কে?
শিওমারা কাস্ত্রো হলেন প্রাক্তন রাষ্ট্রপতি ম্যানুয়েল জেলায়ার স্ত্রী। এক সময় ছিলেন বামপন্থী ‘লিব্রে’ পার্টির মহিলা শাখার প্রধান। ২০০৯ সালের এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারায় লিব্রে। তিনি এবারের নির্বাচিত হলে হন্ডুরাসে তিনিই হবেন প্রথম মহিলা রাষ্ট্রপতি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন