Imran Khan: ইমরান খানের গ্রেপ্তারি 'অবৈধ' - পাকিস্তান সুপ্রিম কোর্ট

জিও নিউজের রিপোর্ট অনুসারে, এদিনই ইমরান খানের গ্রেপ্তারির বিরুদ্ধে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) আনা আবেদনের শুনানি হয় তিন বিচারপতির বেঞ্চে। আদালত ইমরান খানকে হাজির করার নির্দেশ দেয়।
ইমরান খান ফাইল ছবি
ইমরান খান ফাইল ছবিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ইমরান খানের গ্রেপ্তারিকে ‘অবৈধ’ বলে জানালো পাকিস্তান সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার পাকিস্তানের শীর্ষ আদালত জানিয়েছে, আল-কাদির ট্রাস্ট মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারি অবৈধ।

জিও নিউজের রিপোর্ট অনুসারে, এদিনই ইমরান খানের গ্রেপ্তারির বিরুদ্ধে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) আনা আবেদনের শুনানি হয় তিন বিচারপতির বেঞ্চে। আদালত ইমরান খানকে হাজির করার নির্দেশ দেয়। এর পরেই ১৫ গাড়ির এক কনভয় পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে আদালতে নিয়ে আসে।

এদিন ইমরান খানকে আদালতে নিয়ে আসার পর পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়াল বলেন, ইসলামাবাদ হাইকোর্টের চত্বর থেকে ইমরান খানের গ্রেপ্তারি দেশের আইনি ব্যবস্থার ওপর প্রশ্ন তুলে দিয়েছে। তিন বিচারপতির বেঞ্চে প্রধান বিচারপতি ছাড়াও ছিলেন বিচারপতি আতাহার মিনাল্লাহ এবং বিচারপতি মহম্মদ আলি মাজহার।

জিও নিউজ জানাচ্ছে, এদিন আদালতে ইমরান খানের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী হামিদ খান বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন। যখন পিটিআই প্রধান তাঁর কাগজপত্র পরীক্ষা করাচ্ছিলেন সেইসময় রেঞ্জার্সর বাহিনী ওই ঘরে ঢোকে।

তিনি আরও বলেন, রেঞ্জার্স-এর আধিকারিকরা ইমরান খানের সঙ্গে অভব্যতা করতে শুরু করেন।

জিও নিউজের প্রতিবেদন অনুসারে, এদিন বিচারপতি মিনাল্লাহ বলেন, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো কেন নিজের হাতে আইন তুলে নিয়েছিল? তাদের ইসলামাবাদ হাইকোর্টের রেজিস্ট্রারের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত ছিল।

- with inputs from IANS

ইমরান খান ফাইল ছবি
Pakistan: গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান! অগ্নিগর্ভ পরিস্থিতি পাকিস্তানে
ইমরান খান ফাইল ছবি
অগ্নিগর্ভ পাকিস্তানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা! পাঞ্জাবে নামানো হলো সেনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in