Pakistan Election: জেলে থেকেও নওয়াজকে টক্কর ইমরানের! গণনার ট্রেন্ড কী বলছে? কে কত আসনে এগিয়ে?

People's Reporter: এখনও পর্যন্ত ইমরান খানের পিটিআই সমর্থিত নির্দলরা এখনও পর্যন্ত জিতেছে ৫৪টি আসনে।
Pakistan Election: জেলে থেকেও নওয়াজকে টক্কর ইমরানের! গণনার ট্রেন্ড কী বলছে? কে কত আসনে এগিয়ে?
ছবি - সংগৃহীত
Published on

পাকিস্তানের ভোটের ফল ঘোষণা নিয়ে তৈরি হয়েছে টান টান উত্তেজনা। এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে ইমরান খান ও নওয়াজ শরিফের দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়েই হচ্ছে।

এখনও চলছে পাকিস্তান সাধারণ নির্বাচনের ভোট গণনা। সূত্রের খবর বিকেল ৫টা পর্যন্ত পাকিস্তানে ২৬৬ আসনের মধ্যে মোট ১৪২টি আসনের ফল ঘোষণা হয়েছে। যার মধ্যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই সমর্থিত নির্দলরা এখনও পর্যন্ত জিতেছে ৫৪টি আসনে। বিদায়ী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পিএমএলএন জিতেছে ৪৩টি আসন, বেনজির ভুট্টোর পিপিপি পার্টি পেয়েছে ৩৩টি আসন এবং অন্যান্যদের ঝুলিতে গেছে ১২টি আসন।

পাকিস্তানের যা ট্রেন্ড উঠে আসছে তাতে জেলে থেকেই দারুন ফল করছেন ইমরানের দল পিটিআই সমর্থিত নির্দলরা। পরবর্তী সরকার গঠনও করতে পারে তাঁরা। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে সরকার গঠন করবেন নওয়াজ শরিফই। নওয়াজের দলের তরফ থেকেও তেমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। তাঁদের তরফ থেকে দাবি করা হয়েছে, ইমরান খান সমর্থিত নির্দল প্রার্থীরা পিএমএলএন-র সাথে যোগাযোগ করছেন। ঠিক সময়ে তাঁদের সমর্থন নিয়ে সরকার গঠন করা হবে।

তবে পাকিস্তানের নির্বাচনের ফলাফল ঘোষণা বিলম্বিত হওয়া নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের অ্যাপ ঠিক করে কাজ করছে না। এছাড়া বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণেই ফল ঘোষণা হতে দেরি হচ্ছে। ইমরানের দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে নির্বাচনের ফলে কারচুপি করার জন্যই ইচ্ছা করে দেরিতে ফল ঘোষণা হচ্ছে।

উল্লেখ্য, গত নির্বাচনে পিটিআই জিতেছিল ১১৭টি আসন। পিপিপি পার্টি পায় ৪৩টি, পিএমএলএন জেতে ৬৫টি এবং অন্যান্যরা জয়ী হয় ৪৭টি আসনে।

Pakistan Election: জেলে থেকেও নওয়াজকে টক্কর ইমরানের! গণনার ট্রেন্ড কী বলছে? কে কত আসনে এগিয়ে?
Nikhil Wagle: BJP নেতা আদবানি ও প্রধানমন্ত্রীকে অবমাননার অভিযোগে সাংবাদিক নিখিল ওয়াগলের বিরুদ্ধে FIR
Pakistan Election: জেলে থেকেও নওয়াজকে টক্কর ইমরানের! গণনার ট্রেন্ড কী বলছে? কে কত আসনে এগিয়ে?
Bharat Ratna: সদ্য প্রয়াত কৃষি বিজ্ঞানী স্বামীনাথন সহ আরও দুজনের নাম ঘোষণা ভারতরত্ন প্রাপক হিসেবে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in