শেষ সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলো $৭৬৩ মিলিয়ন ডলার

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ছিলো $৬৪০.৮৭৪ বিলিয়ন ডলার। যা নেমে এসেছে $৬৪০.১১২ বিলিয়ন ডলারে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত
Published on

১২ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে $৭৬৩ মিলিয়ন ডলার।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ছিলো $৬৪০.৮৭৪ বিলিয়ন ডলার। যা নেমে এসেছে $৬৪০.১১২ বিলিয়ন ডলারে।

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৈদেশিক মুদ্রা সম্পদ (FCAs), সোনার মজুদ, SDR, এবং IMF-এর কাছে দেশের রিজার্ভ নিয়ে গঠিত।

সাপ্তাহিক ভিত্তিতে, ফোরেক্স রিজার্ভের বৃহত্তম উপাদান এফসিএ, $২.০৯৪ বিলিয়ন কমে $৫৭৫.৪৮৭ বিলিয়ন ডলার হয়েছে।

যদিও দেশের সোনার মজুদের মূল্য $১.৪৬১ বিলিয়ন ডলার বেড়ে হয়েছে $৪০.২৩৯ বিলিয়ন ডলার।

অন্যদিকে, এসডিআর-এর মূল্য $১০৩ মিলিয়ন ডলার কমে $ ১৯.১৮৪ বিলিয়ন ডলার হয়েছে। আইএমএফের কাছে দেশের রিজার্ভ অবস্থান $২৭ মিলিয়ন ডলার কমে $৫.২০১ বিলিয়ন ডলার হয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in