Israel vs Iran: ইরানের ওপর ইজরায়েলি হানা, হামলা লেবানন, গাজাতেও

People's Reporter: ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানইয়াহু জানিয়েছেন, দেশকে নিরাপদে রাখতেই এই পদক্ষেপ। পাশাপাশি রাষ্ট্রসংঘের পক্ষ থেকে যুযুধান দুই দেশের কাছেই অস্ত্র সংবরণের আবেদন জানানো হয়েছে।
ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানইয়াহু
ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানইয়াহুফাইল ছবি এক্স থেকে সংগৃহীত
Published on

ইরানের ওপর ফের হানাদারি চালালো ইজরায়েল। এই হানাদারি প্রসঙ্গে ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে গত প্রায় একমাস ধরে ইরানের লাগাতার আক্রমণের উত্তরে হামলা চালিয়েছে ইজরায়েল। তাদের আরও অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইজরায়েলের ওপর একটানা হামলা চালাচ্ছে ইরান। একথা জানিয়েছে দ্য ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF)।

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানইয়াহু জানিয়েছেন, ইজরায়েলকে নিরাপদে রাখতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রসংঘের পক্ষ থেকে যুযুধান দুই দেশের কাছেই অস্ত্র সংবরণের আবেদন জানানো হয়েছে।

ইজরায়েল জানিয়েছে, তেহরান থেকে প্রায় দুশোর বেশি ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয় গত ১ অক্টোবর। এর প্রত্যুত্তরেই শনিবার ভোরে এই আক্রমণ বলে জানিয়েছে ইজরায়েল। এই হামলা প্রসঙ্গে ইজরায়েলের ঘনিষ্ঠ সহযোগী আমেরিকা জানিয়েছে, আমরা বুঝতে পারছি যে গত ১ অক্টোবর ইজরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হানার উত্তরে ইরানের সেনা ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হানাদারি চালাচ্ছে ইজরায়েল।

ইরানের ওপর ইজরায়েলের আক্রমণের পর হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট জো বিডেনকে পুরো বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। এর পাশাপাশি এক মুখপাত্র জানিয়েছেন, শনিবারের ইজরায়েলি আক্রমণের সঙ্গে আমেরিকার কোনও সম্পর্ক নেই।

এদিন ইজরায়েলের আক্রমণ সম্পর্কে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত তিনটি প্রদেশকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়ে আক্রমণ চালিয়েছে ইজরায়েল। আক্রমণে উল্লেখযোগ্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে। এক ভিডিও ফুটেজ প্রকাশ করে ইরান জানিয়েছে, ইজরায়েলি ক্ষেপণাস্ত্রের অধিকাংশই সাফল্যের সঙ্গে ধ্বংস করা হয়েছে।

ইজরায়েলের আক্রমণ প্রসঙ্গে ইজরায়েলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক এক্স-বার্তায় জানিয়েছেন আমরা ইরানের সেনা ঘাঁটিকে লক্ষ্য করে নির্দিষ্ট কিছু আক্রমণ চালিয়েছি এবং ইজরায়েলের ওপর চলা হুমকি ব্যর্থ করেছি।

অন্যদিকে, ইরানের ওপর হানাদারির পাশাপাশি গাজা এবং লেবাননের ওপরেও হামলা জারি রেখেছে ইজরায়েল। গাজার স্বাস্থ্যমন্ত্রকের সূত্র অনুসারে, শুক্রবার ইজরায়েলি হানাদারিতে গাজায় কমপক্ষে ৮৮ জন প্যালেস্তিনিয়র মৃত্যু হয়েছে। খান ইউনুসে এক বহুতলে আক্রমণ চালায় ইজরায়েল। মৃতদের মধ্যে ১৪ জন শিশু।

লেবাননের পক্ষ থেকে জানানো হয়েছে শেষ ২৪ ঘণ্টায় ইজরায়েলের আক্রমণে লেবাননে ৪১ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১৩৩। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, গত বছরের অক্টোবর মাস থেকে এখনও পর্যন্ত ইজরায়েলের আক্রমণে লেবাননে ২,৬৩৪ জনের মৃত্যু হয়েছে।  

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানইয়াহু
Israel vs Gaza, Lebanon: ইজরায়েলি হানাদারিতে লেবাননে মৃত ২,৪৬৪; গাজায় মৃত্যু সংখ্যা বেড়ে ৪২,৬০৩
ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানইয়াহু
Israel vs Lebanon: শেষ ২৪ ঘণ্টায় ইজরায়েলি হানায় লেবাননে নিহত ৪৯২, আহত ১,৬৪৫

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in