২০২৩ সালের অক্টোবর মাস থেকে যুদ্ধ করতে গিয়ে ইজরায়েল খরচ করেছে ২৪.৭ বিলিয়ন শেকেল (১ মার্কিন ডলার = ৩.৭৩ ইজরায়েলি শেকেল) বা ৬.৫৯ বিলিয়ন মার্কিন ডলার। ইজরায়েলের অর্থ মন্ত্রক সূত্রে একথা জানা গেছে।
সংবাদমাধ্যম জিংহুয়ার প্রতিবেদন অনুসারে, ইজরায়েলের অর্থ মন্ত্রক জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামাসের আক্রমণের পর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিরক্ষা খাতে ১৭ বিলিয়ন শেকেল খরচ করা হয়েছে। বাকি অর্থ খরচ হয়েছে যুদ্ধ সংক্রান্ত অন্যান্য বিষয়ে।
মন্ত্রক জানিয়েছে, ইজরায়েলের মাসিক সরকারি খরচের পরিমাণ ৭১ বিলিয়ন শেকেল। যুদ্ধের খরচের পর একমাসের বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৩৩.৮ বিলিয়ন শেকেল। যা গতবছরের ডিসেম্বর মাসের তুলনায় ৮২.৭ শতাংশ বেশি।
২০২৩ সালে ইজরায়েল সরকারের বাৎসরিক বাজেট ঘাটতির পরিমাণ ছিল ৭৭.৫ বিলিয়ন শেকেল। ২০২২ সালের তুলনায় গত বছরে ইজরায়েল সরকারের আয় কমেছে ৬.৪ শতাংশ, যদিও সেই অনুপাতে খরচ বেড়েছে ১২.৫ শতাংশ।
ব্যাঙ্ক অফ ইজরায়েলের প্রস্তাবিত হিসেব অনুসারে বর্তমান যুদ্ধের জন্য ইজরায়েল সরকারের খরচ হবে ৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন