হামলার মুখে পড়লেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Japan PM Fumio Kishida)। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। নিরাপদ স্থানে তাঁকে সরিয়ে নিয়ে গেছেন নিরাপত্তারক্ষীরা। এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটকও করেছে পুলিশ।
কিয়োডো নিউজ এজেন্সি সহ একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার, সকালে এক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াকায়ামা বন্দরে যান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেখানে বক্তৃতা দেওয়ার সময় তাঁর কাছে পাইপের মতো একটি বস্তু ছোড়া হয়। এরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দ হয়। তৎক্ষণাৎ, তাঁকে নিরাপদে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে নির্বাচনী সভায় বক্তৃতা দেওয়ার সময় প্রকাশ্যেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। এই ঘটনার পরই দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা কয়েক গুন বাড়িয়েছে জাপান।
জাপানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী কিশিদার উপস্থিতিতেই ওয়াকায়ামা বন্দরের অনুষ্ঠানস্থলে একটি স্মোক বম্ব বিস্ফোরণ ঘটে। যদিও ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার পরই এক সন্দেহভাজনকে আটক করেন পুলিশকর্মীরা। যদিও ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেনি স্থানীয় পুলিশ প্রশাসন বা জাপান সরকার।
ন্যাশনাল ব্রডকাস্টার এনএইচকে টেলিভিশনের ফুটেজে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে ওয়াকায়ামা বন্দরে ভালই ভিড় জমেছিল। আচমকাই সেখানে বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কে দৌড়ে পালানোর চেষ্টা করেন মানুষজন। তারইমধ্যে এক ব্যক্তিকে ধরে মাটিতে ফেলে দেন পুলিশ আধিকারিকরা। মনে করা হয় তিনিই হামলাকারী। তবে কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন