এবার কর্মী ছাঁটাইয়ের পথে McDonald's! আমেরিকায় সাময়িকভাবে বন্ধ হল সকল অফিস

গত জানুয়ারিতেই আর্থিক মন্দার কারণে কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল ম্যাকডোনাল্ডস। এক বিবৃতিতে বলা হয়েছিল, শীঘ্রই কর্পোরেট শাখায় থাকা কর্মীদের ভবিষ্যত নিয়ে পর্যালোচনা করা হবে।
এবার কর্মী ছাঁটাইয়ের পথে McDonald's! আমেরিকায় সাময়িকভাবে বন্ধ হল সকল অফিস
প্রতীকী ছবি
Published on

এবার কর্মী ছাঁটাইয়ের পথে বিখ্যাত মার্কিন ফাস্ট ফুড রেস্তোরাঁ চেইন ম্যাকডোনাল্ড'স (McDonald's)। ইতিমধ্যেই কর্মীদের কাছে এক অভ্যন্তরীণ ইমেল পাঠিয়ে সংস্থার পক্ষ থেকে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে।

পাশাপাশি আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা সংস্থার সমস্ত অফিস সাময়িকভাবে বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে ম্যাকডোনাল্ড'স। এ সময়কালে কর্মীদের বাড়ি থেকেই কাজ করতে বলা হয়েছে। রবিবার, এক রিপোর্টে এমনই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (The Wall Street Journal)।

রিপোর্টে বলা হয়েছে, গত জানুয়ারিতেই আর্থিক মন্দার কারণে কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল শিকাগো ভিত্তিক ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, শীঘ্রই কর্পোরেট শাখায় থাকা কর্মীদের ভবিষ্যত নিয়ে পর্যালোচনা করা হবে। অন্য ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণ করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।

গত সপ্তাহেই কর্মীদের কাছে পাঠানো এক মেল বার্তায় জানানো হয়, সোমবার থেকে বুধবার পর্যন্ত বিভিন্ন অফিস সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বাড়ি থেকেই কাজ করতে হবে। পূর্ব নির্ধারিত যাবতীয় বৈঠক যেন বাতিল করা হয়। চলতি সপ্তাহেই কর্মী সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হবে। ওই মেল পেয়েই ছাঁটাইয়ের আশঙ্কায় ভুগতে শুরু করেছেন সংস্থার কর্মীরা।

বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জেরে ইতিমধ্যে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে আমাজন, ফেসবুক, গুগল, মাইক্রোসফট-এর মতো মার্কিন বহুজাতিক সংস্থাগুলি। ইতিমধ্যেই কয়েক লক্ষ কর্মী কাজ হারানোর নোটিশ পেয়েছেন। চলতি বছরে আরও একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে, এই ছাঁটাইয়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত প্রবাসী ভারতীয়রা। কারণ, অস্থায়ী ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী শত শত ভারতীয় কর্মীর নতুন চাকরি খুঁজে পাওয়ার জন্য খুব কম দিন হাতে থাকে।

সূত্রের খবর, H-1B ভিসাধারীরা চাকরি হারানোর পর নতুন চাকরি খোঁজার জন্য মাত্র ৬০ দিন সময় পান। কারণ, চাকরি ছাড়া, আইনত ৬০ দিনই তারা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারে। তারপরেই ফিরে যেতে হবে দেশে।

এবার কর্মী ছাঁটাইয়ের পথে McDonald's! আমেরিকায় সাময়িকভাবে বন্ধ হল সকল অফিস
Lay Off: বিশ্বজুড়ে অবাধ ছাঁটাই - ২০২৩-এর প্রথম তিন মাসেই কর্মহীন প্রায় দেড় লক্ষ
এবার কর্মী ছাঁটাইয়ের পথে McDonald's! আমেরিকায় সাময়িকভাবে বন্ধ হল সকল অফিস
Lay Off: ছাঁটাইয়ের থাবা ভারতেও - ৮২ ভারতীয় সংস্থা থেকে বরখাস্ত প্রায় ২৩,০০০ কর্মী
এবার কর্মী ছাঁটাইয়ের পথে McDonald's! আমেরিকায় সাময়িকভাবে বন্ধ হল সকল অফিস
নজরে লোকসভা ভোট, নজরদারি চালাতে আরও স্পাইওয়্যার কিনছে মোদী সরকার! সমালোচনায় সরব বাম-কংগ্রেস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in