নতুন বছরে আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা! জানুয়ারি মাসে আরও খারপ হতে পারে কাজের ক্ষেত্র। মঙ্গলবার, এমনই শঙ্কা কথা জানিয়েছে বিশেষজ্ঞ মহল।
২০২২ সালে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে- ফেসবুক (Facebook), আমাজন (Amazon), স্নাপচার্ট (Snapchat), ইনটেল (Intel), নেটফ্লিক্স (Netflix)-সহ একাধিক প্রযুক্তি সংস্থা। আর, সেই ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিশেষজ্ঞ মহল। আশঙ্কা প্রকাশ করে তাঁরা জানিয়েছে, চাকরি ছাঁটাইয়ের জন্য সবচেয়ে খারাপ মাস হতে পারে জানুয়ারি।
মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর জানিয়েছে, শুধু ছুটি নয়, ছাঁটাইয়েরও মাস হতে চলেছে জানুয়ারি।
আন্তর্জাতিক বিশ্লেষক উপদেষ্টা সংস্থা ‘ফরেস্টার রিসার্চ’ (Forrester Research)-এর ভাইস প্রেসিডেন্ট জেপি গাউন্ডার (JP Gownder) জানিয়েছেন, ‘২০২৩ সালে নিজেদের সাফল্যের জন্য আর্থিক স্থিতি ফেরাতে চান ব্যবসায়িক গোষ্ঠীর নেতারা। এখনও পর্যন্ত অনেক প্রযুক্তি সংস্থাই কর্মী ছাঁটাই করেনি। তবে, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’
ওয়াল স্ট্রিট জার্নাল (Wall Street Journal)-কে তিনি জানিয়েছেন, ‘আগামী কয়েক সপ্তাহে আরও ছাঁটাই দেখলে অবাক হওয়ার কিছু নেই। কেননা, অনেক কোম্পানিই নিজেদের পরিকাঠামোর পুনর্বিন্যাস এবং সমন্বয়ের মাস হিসাবে জানুয়ারিকে উপযুক্ত সময় হিসাবে মনে করে থাকে।’
গোল্ডম্যান শ্যাক্সের (Goldman Sach) সিইও ডেভিড সলোমন (David Solomon) কর্মীদের সতর্ক করে বলেছেন, নতুন বছরে চাকরি ছাঁটাই হচ্ছে এবং জানুয়ারির প্রথমার্ধে হেডকাউন্ট হ্রাস ঘটবে।
ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের সিইও সলোমন ২০২২ সালের শেষে তাঁর মেমোতে কর্মীদের সতর্ক করেছেন। তিনি লিখেছেন, ‘আমরা একটি গভীর পর্যালোচনা করছি। এখনও আলোচনা চলছে। আমরা আশা করছি, জানুয়ারির প্রথমার্ধে আমাদের হেডকাউন্ট (কর্মী সংখ্যা) হ্রাস পাবে।’
জানুয়ারিতে- গুগলে চাকরি ছাঁটাই শুরু হতে পারে
জানুয়ারি মাসে কয়েক হাজার চাকরি ছাঁটাইয়ের কথা গুগল (Google) ঘোষণা করতে পারে আশঙ্কা করা হচ্ছে। গুগল রিভিউ অ্যান্ড ডেভেলপমেন্ট (GRAD) শিরানামে কর্মক্ষমতা রেটিং সিস্টেমের মাধ্যমে কর্মীদের কাজের শক্তি মূল্যায়ন করছে গুগল। তাই, মনে হচ্ছে নতুন সিস্টেমের জেরে চাকরি থেকে অনেককে ছাঁটাই হতে পারে।
দ্য ইনফরমেশন অনুসারে, ‘নতুন সিস্টেমের আওতায়, কোম্পানির ৬ শতাংশ বা ১০ হাজার কর্মীকে খারাপ পারফমেন্সের ভিত্তিতে আলাদা তালিকাভুক্ত করতে বলা হয়েছে।’
২০২৩ সালে আমাজনে চাকরি ছাঁটাই
২০২৩ সালে আমাজনেও কর্মী ছাঁটাই অব্যাহত থাকবে। গত নভেম্বর মাসে এনিয়ে কর্মীদের সতর্ক করেছিলেন কোম্পানির সিইও অ্যান্ডি জ্যাসি (Andy Jassy)। তিনি জানিয়েছেন, ‘কোম্পানির কর্মী ছাঁটাই কোম্পানির বার্ষিক অপারেটিং, পরিকল্পনা ও পর্যালোচনার একটি অংশ।’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন