বাজার মন্দা। কোম্পানির খরচ কমাতে গত নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছে ফেসবুকের মালিকানাধীন সংস্থা মেটা (Meta)। সংস্থা সূত্রে খবর, আগামীতে আরও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মেটা। পাশাপাশি সংস্থা তাদের বার্ষিক খরচ-খরচাতেও হ্রাস টানার সিদ্ধান্ত নিয়েছে।
আর, এই খবরের মাঝেই জানা যাচ্ছে, মেটা-কর্তা মার্ক জুকারবার্গের নিরাপত্তাখাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে ৪ মিলিয়ন ডলার। যেখানে জুকারবার্গের নিরাপত্তা বাবদ বরাদ্দ ছিল ১০ মিলিয়ন ডলার, তা বাড়িয়ে করা হয়েছে ১৪ মিলিয়ন ডলার।
বুধবার, মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেটেড জানিয়েছে, সংস্থার প্রধান পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবং তাঁর পরিবারকে দেওয়া নিরাপত্তা ভাতা ৪ মিলিয়ন ডলার বাড়িয়ে ১৪ মিলিয়ন করা হয়েছে।
এক ফাইলিংয়ে মেটা জানিয়েছে, 'এই বর্ধিত ভাতা, জুকারবার্গের বিদ্যমান সামগ্রিক নিরাপত্তা কর্মসূচির খরচ সহ, বর্তমান পরিস্থিতিতে উপযুক্ত এবং প্রয়োজনীয়।'
বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় (ফোর্বস বিলিয়নেয়ার) ১৬ নম্বর স্থানে রয়েছেন ৩৮ বছর বয়সী মার্ক জুকারবার্গ। ২০২১ সালে ক্ষতিপূরণ বাবদ তিনি পেয়েছেন ২৭ মিলিয়ন ডলার।
প্রসঙ্গত, বিভিন্ন তথ্য-প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে বলছে, সংস্থার আর্থিক ক্ষতি রুখতেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আর তারই মাঝে সংস্থার মালিকদের নিরাপত্তাখাতে বাড়ছে বরাদ্দ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন