মার্কিন যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে প্রকট হচ্ছে কর্মী ছাঁটাইয়ের চিত্র। জুলাই মাস নাগাদ মার্কিন মুলুকে তথ্য-প্রযুক্তি শিল্পে চাকরী হারিয়েছেন ৩২ হাজার কর্মী। ক্রাঞ্চবেস (Crunchbase)-এর তথ্য অনুসারে, এই ছাঁটাই হয়েছে - মাইক্রোসফট (Microsoft) এবং মেটা (Meta) (পূর্ব নাম ফেসবুক)-র মতো একাধিক টেক জায়ন্ট কোম্পানিতে।
তবে পিছিয়ে নেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ - ভারতও। চলতি বছরের জুলাই মাস নাগাদ এই শিল্পে চাকরী খুইয়েছেন ১১ হাজারের অধিক কর্মী।
আন্তর্জাতিক পর্যায়ে নেটফ্লিক্স (Netflix), আর্থিক পরিষেবা সংস্থা রবিনহুড (Robinhood), মেকআপ কোম্পানি গ্লসিয়ার (Glossier) এবং মটগেজ কোম্পানি বেটার (Better.com)-এতে কর্মী ছাঁটাই করা হয়েছে।
এছাড়া বেশ কয়েকটি ক্রিপ্টো (Crypto) প্ল্যাটফর্মের মতো সংস্থা কর্মী ছাঁটাই করেছে। এই তালিকায় রয়েছে - কয়েনবেস (Coinbase), জেমিনি (Gemini), ক্রিপ্টো ডট কম (crypto.com), ভোল্ড (Vauld), বাইবিট (Bybit), বিট পান্ডা (Bitpanda)-সহ একাধিক ক্রিপ্টো কারেন্সি বা এক্সচেঞ্চ সংস্থা। শুধু তাই নয়, রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম উবার (Uber)-এও কর্মী ছাঁটাই হয়েছে।
layoffs.fyi- এর তথ্য অনুসারে - চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত সারাবিশ্বে ৩৪২ তথ্য প্রযুক্তি ও স্টার্টআপ শিল্পে ৪৩ হাজারের বেশি কর্মী ছাঁটাই হয়েছে। এর মধ্যে ১৩ শতাংশেরও অধিক কর্মী ছাঁটাই হয়েছে ভারতে।
মহামারী করোনার প্রকোপ শুরুর পর থেকে ভারতে প্রায় ২৫ হাজারের বেশি স্টার্টআপ কর্মী চাকরি হারিয়েছেন। শুধু তাই নয়, চলতি বছর ১১ হাজার ৫০০ জনের বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
এডুটেক এবং ই-কমার্স কোম্পানিগুলি বিনিয়োগের অভাবে ভারতে কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সবার শীর্ষে রয়েছে আনঅ্যাকাডেমি (Unacademy), এই সংস্থায় ১ হাজার ১৫০ জন কর্মী চাকরী হারিয়েছেন। এরপরেই রয়েছে বাইজুস (BYJU'S)। এই সংস্থার অধীন Toppr এবং Whitehat Jr-এ ৫০০ জন কর্মী এবং বেদান্তুর (Vedantu) ৬২৪ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
পাশাপাশি, কর্মী ছাঁটাই হয়েছে রাইড-হেলিং প্ল্যাটফর্ম Ola-তে (প্রায় ৫০০ জন)। স্বাস্থ্যসেবা স্টার্টআপ কোম্পানি MFine-এ ৬০০ জন, গাড়ী বিক্রির প্ল্যাটফর্ম Cars24-এ ৬০০ জন কর্মী চাকরী হারিয়েছেন।
এছাড়া, অনলাইন শপিং কোম্পানি Meesho, মোবাইল প্রিমিয়ার লিগ (Mobile Premier League বা MPL), Trell এবং Blinkit (বর্তমানে Zomato মালিকানাধীন) কোম্পানিতে কর্মী ছাঁটাই হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন