জেলবন্দী থেকেও নির্বাচনী ফলাফলে চমক দেখালেন পাকিস্তানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের প্রধান ইমরান খান। শেষ খবর পাওয়া পর্যন্ত নির্দল প্রার্থীরা ১০০টি আসনে জয়ী হয়েছেন, যাদের অধিকাংশই ইমরান খান-এর রাজনৈতিক দল পিটিআই সমর্থিত। এখনও ১০ আসনের ফলাফল ঘোষণা বাকি আছে। পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৬৯ আসন।
সংবাদ মাধ্যম সিএনএন-এর রিপোর্ট অনুসারে, ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ সমর্থিত নির্দল প্রার্থীরা অধিকাংশ আসনে জয়ী হয়েছেন। যে ফলাফলকে অপ্রত্যাশিত বলে মনে করছে রাজনৈতিক মহল।
নির্বাচনে ৭২ আসনে জয়ী হয়ে দ্বিতীয় স্থানে আছে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (PMLN)। যাদের সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়েছিল। পাকিস্তান পিপলস পার্টি (PPP) পেয়েছে ৫৪টি আসন। অন্যান্যরা পেয়েছে ৩১টি আসন।
নির্বাচনী ফলাফলের গতিপ্রকৃতি অনুসারে পিটিআই একক বৃহত্তম দল হলেও কোনও দলের পক্ষেই একক শক্তিতে সরকার গড়া সম্ভব হচ্ছে না। ফলত পাকিস্তানে আগামী প্রধানমন্ত্রী কে হবেন তাও এখনও বলা সম্ভব নয়।
নির্বাচনী ফলাফল অনুসারে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পিএমএলএন। অন্যদিকে উত্তর পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নির্দলরা। দক্ষিণ সিন্ধ প্রদেশে সংখ্যাগরিষ্ঠ পিপিপি।
ইমরান খান ঘনিষ্ঠ এবং তাঁর মিডিয়া উপদেষ্টা জুলফি বুখারি এক বিবৃতিতে জানিয়েছেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে পিটিআই-এর পক্ষ থেকে দলীয় ব্যানার ঘোষিত হবে যেখানে নির্বাচিত নির্দল প্রার্থীরা যোগ দেবেন। কারণ পাকিস্তানের নিয়ম অনুসারে নির্দল প্রার্থীরা সরকার গঠন করতে পারেনা। তাঁদের জয়ের ৭২ ঘণ্টার মধ্যে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে হয়।
এক বিবৃতিতে তিনি বলেন, জয়ী নির্দল প্রার্থীরা অন্য কোনও দলে চলে যাবেন আমাদের সেই ভয় একেবারেই নেই। কারণ এঁরাই গত ১৮ মাস ধরে লড়াই করেছেন এবং সমস্ত রকমের অত্যাচার সহ্য করেছেন।
পিটিআই থেকে প্রকাশিত একটি এআই ব্যবহার করে তৈরি এক অডিওভিজ্যুয়াল বার্তায় কারাবন্ধী ইমরান খান ভোটে জয়ের দাবি জানিয়েছেন।
গত ডিসেম্বরে পিটিআইয়ের প্রথম ভার্চুয়াল সমাবেশ অনুষ্ঠিত হয় ইউটিউব, ফেসবুক এবং এক্স সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। যা প্রায় ৫ মিলিয়নেরও বেশি ভিউ পায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন