পাকিস্তানে জ্বালানি সংকট চরমে। যার জেরে প্রবল সমস্যায় পড়েছেন পাকিস্তান পাঞ্জাবের প্রধান শহরগুলির গাড়িচালকরা। পেট্রোল স্টেশনগুলিতে দীর্ঘ লাইন এবং জ্বালানীর অভাবে গাড়ি চালাতে হিমসিম খাচ্ছেন স্থানীয় মানুষ বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া।
সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যখন সাধারণ মানুষ তাদের যানবাহন চালানোর উপায় খুঁজতে ব্যস্ত। লাহোর, ফয়সালাবাদ এবং গুজরানওয়ালা সহ বড় শহরগুলির বেশ কয়েকটি পাম্প ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
পেট্রোল পাম্পে বাইকারদের জন্য মাত্র ২০০ টাকা এবং চার চাকার গাড়ির জন্য মাত্র ৫ হাজার টাকার তেল নেবার সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে বলে সামা টিভি জানিয়েছে৷
যদিও নাগরিকদের দাবি, কালোবাজারির কারণে এই সংকট তৈরি হয়েছে। সংকট তৈরি করে বেআইনি পথে বেশি দামে জ্বালানি বিক্রি করা হচ্ছে।
অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা পরিস্থিতির সুযোগ নিয়ে জ্বালানি মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করে, সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়িয়ে তুলেছে।
সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ যখন দ্রব্যমূল্য বৃদ্ধি সামলাতে হিমসিম খাচ্ছেন সেই সময় এই ধরনের জ্বালানি সংকট সাধারণ মানুষকে আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে।
স্থানীয় মানুষের পক্ষ থেকে প্রশাসনের কাছে অবিলম্বে জ্বালানীর ঘাটতি মেটানোর জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন