পাকিস্তানের টিভি চ্যানেলে ইমরান খানের বক্তৃতা প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার, বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এই নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের টিভি চ্যানেল নিয়ন্ত্রক সংস্থা পেমরা (PEMRA)।
রবিবার, তোষাখানা মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে, তাঁর বাড়িতে যায় বিশাল পুলিস বাহিনী। কিন্তু, তাঁকে বাড়িতে না পেয়ে, শেষমেশ খালি হাতে ফিরে আসে পুলিস। আর এই ঘটনার পরেই নিজের বাড়ি থেকে সমর্থকদের উদ্দেশে বার্তা দেন ইমরান। তিনি বলেন, ‘আমি শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করি, অন্য কোন শক্তি বা প্রতিষ্ঠানের সামনে নয়।’
বিকাল ৫ টা নাগাদ, ইমরান খান বলেন, ‘সরকার যদি আমার বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করে, তাতে কোনও সমস্যা নেই। কারণ আমি দেশ ছাড়ব না।’
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে আক্রমণ করে তিনি বলেন, ‘পাক সরকারের একাধিক নেতা বিদেশে তাঁদের সম্পত্তি জমিয়ে রেখেছেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কারণ, প্রাক্তন সেনাপ্রধান সমস্ত শাস্তির হাত থেকে তাঁদের বাঁচিয়েছেন। তবে, প্রকৃত স্বাধীনতার জন্য আমাদের এই সংগ্রাম চলবে।’
ইমরান খানের এই মন্তব্যকে ‘আইন-শৃঙ্খলা রক্ষার জন্য ক্ষতিকর’ বলে দাবি করেছে পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (PEMRA) বা পেমরা। একইসঙ্গে, পাকিস্তানের সমস্ত টিভি চ্যানেলে ইমরান খানের বক্তব্য সম্প্রচার করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
হুঁশিয়ারির সুরে পেমরার তরফে বলা হয়েছে, ‘নিজের বক্তৃতার মাধ্যমে ঘৃণাভাষণ ছড়াচ্ছেন ইমরান। সরকারি পদাধিকারীদের বিরুদ্ধে এহেন মন্তব্য করলে দেশের আইন শৃঙ্খলা ব্যাহত হতে পারে। তাই, এই ধরণের কোনও রেকর্ড, লাইভ সংবাদ বা বক্তৃতা সম্প্রচার না করার জন্য সকল স্যাটেলাইট চ্যানেলগুলিকে নির্দেশ দেয়া হচ্ছে। আর, নির্দেশিকা অমান্য করে এই ধরণের অনুষ্ঠান সম্প্রচার করলে, সংশ্লিষ্ট চ্যানেলের লাইসেন্স বাতিল করা হবে।’
গত বছর পার্লামেন্টের ভোটে ক্ষমতা হারানোর পর, ইমরানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। যার মধ্যে অন্যতম হল তোষাখানা মামলা। এই মামলায় ইমরানের বিরুদ্ধে মূল অভিযোগ হল, প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রনেতার কাছে থেকে যে উপহার পেয়েছিলেন তিনি, তা মোটা টাকায় বিক্রি করে দিয়েছেন। অথচ, ওই উপহার সরকারি তোষাখানায় জমা রাখার কথা তাঁর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন