Poland: জন লেননের 'ইমাজিন'কে 'কমিউনিস্ট দৃষ্টিভঙ্গী' বলে কটূক্তি; পোল্যান্ডের টিভি ভাষ্যকার সাসপেন্ড

People's Reporter: প্যারিস অলিম্পিক্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী জন লেননের গান “ইমাজিন” সম্প্রচারের সময় সেই গানকে “কমিউনিস্ট দৃষ্টিভঙ্গি” বলে উল্লেখ করায় পোল্যান্ডে শুরু হয় বিতর্ক।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স - আকাশ
Published on

পোল্যান্ডের জাতীয় টেলিভিশনের (টিভিপি) প্রধান ভাষ্যকারকে প্যারিস অলিম্পিক চলাকালীন সাসপেন্ড করেছে। প্যারিস অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী জন লেননের গান “ইমাজিন” সম্প্রচার করা হচ্ছিল। সেই গানকে তিনি “কমিউনিস্ট দৃষ্টিভঙ্গি” বলে উল্লেখ করেছিলেন। আর সেই মন্তব্য নিয়েই পোল্যান্ডে শুরু হয় বিতর্ক।

তবে পোল্যান্ডের জাতীয় টিভির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে দক্ষিণপন্থী দলগুলি। একাধিক নেতা ভাষ্যকার প্রজেমিস্লো বাবিয়ারজকে তাঁর মন্তব্যের জন্য প্রশংসা করেছেন। জন লেননের গানকে তাঁরাও ‘কমিউনিস্ট দৃষ্টিভঙ্গি’ বলেই উল্লেখ করেছেন। তবে ক্ষমতাসীন জোটের কিছু বামপন্থী ব্যক্তিত্ব জাতীয় টিভিতে এই ধরণের মন্তব্য করা অনুচিত বলছেন। এমনকি প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদাও এই বিষয়ে মন্তব্য করেছেন।

শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানের সময় যখন জন লেননের ‘ইমাজিন (কল্পনা করুন) বাজানো হচ্ছিল - সেই মুহূর্তে টিভিপি ভাষ্যকার বাবিয়ারজ বলেন, “ভাবুন - এখানে স্বর্গ, জাতি, ধর্ম ছাড়া একটি বিশ্বের আহ্বান করে হচ্ছে … এটি কমিউনিজমের একটি দর্শন, দুর্ভাগ্যবশত।“

প্রসঙ্গত, লেনন তাঁর গানে লিখেছিলেন - "কল্পনা করুন কোন স্বর্গ নেই...কোন দেশ নেই...এবং কোন ধর্মও নেই"। প্রাক্তন বিটল নিজেই একবার স্বীকার করেছিলেন যে গানটি “কার্যত কমিউনিস্ট ইশতেহার, যদিও আমি বিশেষভাবে কমিউনিস্ট নই।“

পোল্যান্ডের দক্ষিণপন্থী রাজনৈতিক নেতারা দীর্ঘদিন ধরে এই গানটির সমালোচনা করে আসছেন। এর আগে যখন টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এই গান পরিবেশন করা হয়েছিল - তখন একজন পোলিশ বিশপ বলেছিলেন যে এটি একটি “বিষাক্ত কল্পনা”।

দক্ষিণপন্থী রাজনৈতিক দল PiS পোল্যান্ডের জাতীয় টিভি TVP-র সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ বলে উল্লেখ করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি এটিকে “সেন্সরশিপ” বলে অভিহিত করেছেন। অন্যদিকে বামপন্থী দল (Lewica) - যারা বর্তমান ক্ষমতাসীন জোটের অংশ – তারাও এই সাসপেনশনের বিরোধিতা করেছে।

বামপন্থী দলের নেত্রী আনা-মারিয়া জুকোভস্কা সোশ্যাল মিডিয়ায় ভাষ্যকার বাবিয়ারজকে উপহাস করেছিলেন তাঁর মন্তব্যের জন্য। কিন্তু তাঁর সাসপেন্ডের পরে, তিনি লিখেছেন - “আমরা টুইটারে এই নিয়ে তর্ক-বিতর্ক করতেই পারি, কিন্তু এই মন্তব্যের জন্য একজন সাংবাদিককে সাসপেন্ড করা হবে? এটা একটা কেলেঙ্কারি।“

ছবি প্রতীকী
Venezuela: ৩য় বার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী নিকোলাস মাদুরো, কারচুপির অভিযোগ বিরোধীদের
ছবি প্রতীকী
France: অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই ফ্রান্সে নাশকতা! স্তব্ধ একের পর এক রেল পরিষেবা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in