Rupee Vs Dollar: ৮২.৭২ ছুঁয়ে বাজার শেষে মার্কিন ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম ৮২.৬৩

বাজার পর্যবেক্ষকরা জানিয়েছেন, ভারতীয় টাকার ভবিষ্যৎ নির্ভর করবে আগামী ২ নভেম্বর ফেডারেল রিজার্ভের গুরুত্বপূর্ণ বৈঠকের ওপর। ডলারের উচ্চ চাহিদার কারণে ভারতীয় মুদ্রা তার প্রাথমিক লাভ ধরে রাখতে পারেনি।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

শুক্রবার মার্কিন ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম দাঁড়ালো ৮২.৬৩। এর আগে এদিনই এক সময় টাকার দাম পৌঁছে যায় ৮২.৭২ টাকা। এর আগে এই মাসেই একসময় মার্কিন ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম পৌঁছেছিল ৮৩.১৮ টাকা।

ডলারের উচ্চ চাহিদার কারণে ভারতীয় মুদ্রা তার প্রাথমিক লাভ ধরে রাখতে পারেনি।

চীন এবং সামগ্রিক বিশ্ব অর্থনীতিতে বিনিয়োগকারীদের ক্ষীণ দৃষ্টিভঙ্গি ভারতীয় টাকার দামের উপর প্রভাব ফেলেছে।

বাজার পর্যবেক্ষকরা জানিয়েছেন, ভারতীয় টাকার ভবিষ্যৎ নির্ভর করবে আগামী ২  নভেম্বর ফেডারেল রিজার্ভের গুরুত্বপূর্ণ বৈঠকের ওপর।

এর পাশাপাশি, ECB-এর নরম মন্তব্যগুলি বাজারের দৃষ্টিভঙ্গি চালিত করেছে যে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সম্ভবত আর্থিক কড়াকড়ির গতিকে নিয়ন্ত্রণ করবে।

আশ্চর্যজনকভাবে ব্যাংক অফ কানাডা প্রত্যাশার চেয়ে কম হার বৃদ্ধির ঘোষণা করার পর এটি আরও বেশি হয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in