অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে ফ্রান্সের রেল পরিষেবার উপর আক্রমণ দুষ্কৃতীদের। একের পর এক ট্রেনে আগুন লাগানোর অভিযোগ সামনে এসেছে। যার জেরে সপ্তাহ শেষে ৮ লক্ষ যাত্রীর ভোগান্তির মধ্যে পড়েছেন।
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই শুরু হবে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। হাজার হাজার অ্যাথলিট অংশ নেবেন বিশ্বের সবথেকে বড়ো এই ক্রীড়া প্রতিযোগিতায়। তার আগে ফ্রান্সের দ্রুতগতির রেল ব্যবস্থা ব্যাহত। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, গত রাত থেকে একের পর রেল পরিষেবার সাথে যুক্ত কেবলগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
ফ্রান্সের অ্যাটলান্টিক, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল রেলের তিনটি শাখা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা গেছে। ফরাসি রেল কোম্পানি এসএনসিএফ জানিয়েছে, লাইন পুনরায় ঠিক করতে প্রচুর সময় লাগবে। বহু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। বহু ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। পরিষেবা ব্যহত হওয়ার কারণে আজ ২.৫ লক্ষ যাত্রীর ভোগান্তি হতে পারে। সোমবারের মধ্যে সমস্ত পরিষেবা স্বাভাবিক হবে বলেও রেলের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেন, 'নাশকতার ছক। যাঁরা সপ্তাহ শেষে ছুটিতে যাচ্ছিলেন তাঁদের ক্ষতি হল। তবে তাঁরা প্রশাসনের সাথে সহযোগিতা করায় আমি খুশি। ধন্যবাদ জানাই সকল যাত্রীকে। রেল ব্যবস্থাকে দ্রুত মেরামত করা হচ্ছে। দমকল বিভাগের কর্মীরা অতি তৎপর হয়ে নিজেদের কাজ করছেন। নাশকতার সাথে যুক্ত দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে ফ্রেঞ্চ পুলিশ'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন