ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত স্পেন। এখনও পর্যন্ত সে দেশে বন্যা ও ধসের কারণে মৃত্যু হয়েছে ২০০ জনের বেশি মানুষের। নিখোঁজ বহু। উদ্ধার চালাচ্ছে উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। জলের তলায় চলে গিয়েছে বিভিন্ন সেতু, সড়ক, বাড়িঘর।
গত সোমবার ঘূর্ণিঝড় ‘Depression aislada en niveles altos’ (স্প্যানিশ নাম) বা ‘DANA’ আছড়ে পড়ে পূর্ব স্পেনের ভ্যালেন্সিয়া এলাকায়। তারপরেই হড়পা বানের কবলে পড়ে বিস্তীর্ণ এলাকা। এর প্রভাবে মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয় এলাকা জুড়ে। এক সঙ্গে একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্পেনের মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর তোরেস।
বহু বাড়িঘর, রাস্তাঘাট ডুবে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলে কৃষিজমিও ডুবে গিয়েছে। বন্যার ফলে বহু কৃষিজমি এখন জলের তলায়। এছাড়াও ভেসে গিয়েছে বহু গাড়ি। জলের তোড়ে ভেসে যাওয়ার পাশাপাশি, শতাধিক ব্যক্তি মাটির নিচে চাপা পড়েছেন। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ওই অঞ্চলে সারাবছর ধরে যে বৃষ্টি হয়, এই কয়েকদিনেই সেই পরিমাণ বৃষ্টি হয়েছে।
শুরু হয়েছে উদ্ধারকাজ। বিপর্যস্ত এলাকায় নামানো হয়েছে হেলিকপ্টার। এছাড়া মোতায়েন করা হয়েছে হাজারেরও বেশী জওয়ান। দ্রুত গতিতে উদ্ধার কাজের জন্য বিশেষ কমিটি গঠন করেছে সরকার। নিখোঁজদের খোঁজে জোর কদমে তল্লাশি শুরু করেছে প্রশাসন। যে সব জায়গায় পৌঁছনো সম্ভব হচ্ছে না সেখানে ড্রোনের মাধ্যমে চলছে তল্লাশি। সেই ফুটেজে দেখা গিয়েছে, উদ্ধারের আশায় বাড়ির ছাদ, ট্রাক ও ব্রিজের মাথায় উঠে বসে রয়েছেন সাধারণ মানুষ।
এই অবস্থায় প্রশাসনের দাবি, মৃত বা নিখোঁজের সঠিক সংখ্যা এখনই বলা সম্ভব নয়। তবে সেটা বাড়তে পারে বলেই আশঙ্কা। অন্যদিকে, সে দেশের আবহাওয়া দপ্তর এর মাঝে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। যদিও বিরোধীদের পক্ষ থেকে উদ্ধারকাজে গড়িমসির অভিযোগ তোলা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন