শ্রীলঙ্কার ছবি ধরা পড়ল ইরাকে। একটি ছবিতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা ইরাকের রাষ্ট্রপতি ভবনের সুইমিং পুলের দখল নিয়েছে। দেশের এমন পরিস্থিতি নিয়ে বেশ আতঙ্কে রয়েছেন ইরাকবাসী।
ঘটনার সূত্রপাত মূলত শিয়া মুসলিম নেতা মুক্তাদা আল-সদরের একটি ঘোষণা নিয়ে। তিনি ঘোষণা করেন রাজনীতি থেকে অবসর নেবেন। আর এর পরেই ক্ষোভে ফেটে পড়েন মুক্তাদার অনুগামীরা। ইরাকের রাজপথে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পুলিশ বিক্ষোভ সরাতে গেলে ব্যাপক সংঘর্ষ বাধে। সূত্রের খবর, সংঘর্ষে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮ জন।
এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হাজার হাজার বিক্ষোভকারী বাগদাদে রাষ্ট্রপতির বাসভবনের দখল নিয়েছেন। অনেককে সুইমিং পুলে নেমে স্নান-মজা করতে দেখা গেছে। তাঁদের কারও কারও হাতে মুক্তাদা আল-সদরের ছবি এবং ইরাকের ফ্ল্যাগও ছিল। এমন ভিডিও দেখে বেশ আতঙ্ক ছড়িয়েছে ইরাক জুড়ে। ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।
বর্তমানে ইরাকের রাজনৈতিক পরিস্থিতি ঠিক নেই। ২০২১-র অক্টোবরে নির্বাচন হয়েছিল ইরাকে। তাতে মুক্তাদা-র দল সবথেকে বেশি আসনে জয়ী হয়। বিরাট আসনে জয়লাভ করেও সরকার গঠনে সমস্যার সম্মুখীন হয়েছিলেন মুক্তাদা। জোট সরকারে তিনি ভরসা রাখতে চাননি। ফলে এখনও নতুন সরকার পায়নি ইরাকবাসী। পুনরায় নির্বাচন করার দাবি জানান তিনি।
উল্লেখ্য, দু’মাস আগেই পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির বাসভবনে হামলা চালিয়েছিলেন কয়েক হাজার বিক্ষোভকারী। ভয়াবহ পরিস্থিতি দেখে রাষ্ট্রপতি ভবন ছাড়তে বাধ্য হন তৎকালীন রাষ্ট্রপতি রাজাপক্ষে। বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ভবনের জিম, রান্নাঘর, সুইমিং পুল, ডাইনিং রুম সব কিছুরই দখল নিয়েছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন