দীর্ঘ নয় বছরের রাজত্ব শেষ হতে চলেছে রক্ষণশীল লিবারেল-ন্যাশনাল জোটের। অস্ট্রেলিয়ার মসনদ দখল করতে চলেছে বাম মনোভাবাপন্ন লেবার পার্টি। ক্যাঙ্গারুর দেশের জাতীয় নির্বাচনের ফলাফলে এমনটাই তথ্য উঠে আসছে।
রবিবার ফলপ্রকাশের সময় দেখা যায় আসন সংখ্যার নিরিখে এগিয়ে আছে অ্যান্তনি আলবানিসের লেবার পার্টি। প্রায় ৭১ টি আসন পেয়ে তারা প্রথম স্থান ধরে রেখেছে। কিন্তু ১৫১ টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে প্রয়োজন ৭৬ টি আসন। অপরদিকে মরিসনের দল কোনোক্রমে ৫০ আসন সংগ্রহের পথে এগোচ্ছে। তাই স্বাভাবিক ভাবেই লেবার পার্টির ক্ষমতা দখল শুধু সময়ের অপেক্ষা।
সূত্রের খবর, বিগত ৯ বছর ধরে মরিসনের দল যেসব নীতি গ্রহণ করেছে তাতে ক্ষতি হয়েছে সাধারণ ও খেটে খাওয়া মানুষেরা সমস্যার সম্মুখীন হয়েছে। এমনকি লিবারেল দলের বিরুদ্ধে পরিবেশ বিরোধী কাজকর্ম, সামাজিক ভারসাম্যতা নষ্ট করা সহ আরও বিভিন্ন সমাজবিরোধী ক্রিয়াকলাপের অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন নীতি নিয়ে কার্যকরী পদক্ষেপ নিতে চলেছেন আলবানিস। বাচ্ছা ও বয়স্কদের জন্য যেসব নীতির কথা ঘোষণা করেছিলেন তা প্রধানমন্ত্রী হয়ার পরেও কার্যকর হবে বলে জানিয়েছেন। তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা দখলের পর আদিবাসী উন্নয়ন ও বিভিন্ন উৎপাদন খাতে অর্থ বরাদ্দ করবে নবগঠিত সরকারটি।
একটু ইতিহাস ঘঁটলে জানা যাবে, আলবানিস মূলত একজন সিঙ্গল মাদারের সন্তান। তাঁর মূলত একটি পাবলিক হাউজে ছোট থেকে বড়ো হয়ে ওঠা। তাই জীবন সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা আলবানিস প্রধানমন্ত্রী হলে তা গর্বের থেকে কোনও অংশে কম নয় বলে অনেকে মনে করছেন অনেকে। লেবার পার্টির নেতাকে বলতে শোনা গেছে, অস্ট্রেলিয়ায় ভবিষ্যতে কোনো জাতপাতের সমস্যা থাকবে না, সামাজিক ভারসাম্যতা বজায় থাকবে, অস্ট্রেলিয়া মূলত আগামীদিনে বিশ্বের দরবারের উদাহরণ হয়ে দাঁড়াবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন