'টাকার দাম পড়ছে না, আসলে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার'- ওয়াশিংটনে দাঁড়িয়ে দাবি নির্মলার

অর্থমন্ত্রী বলেন, ‘আমি লক্ষ্য করছি - টাকার পতন হচ্ছে না। আসলে ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে...।’
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনফাইল ছবি
Published on

ভারতীয় মুদ্রার (টাকা) মূল্যে পতন হচ্ছে না। আসলে, ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে। বিশ্বের অন্যান্য মুদ্রার থেকে তুলনামূলক ভাবে ভাল অবস্থায় রয়েছে ভারতীয় মুদ্রা। শনিবার, ওয়াশিংটনে (আমেরিকায়) সাংবাদিকদের মুখোমুখি এমনই মন্তব্য করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman)। যেখানে, গত কয়েকদিন আগেই মার্কিন ডলারের তুলনায় টাকার মূল্য সর্বকালীন পতন ঘটে। ১ ডলারের মূল্য দাঁড়ায় ৮২ টাকা ৬৯ পয়সা।

মার্কিন (US) সফরের মাঝে ভারতীয় অর্থনীতি ও টাকার দামের পতন নিয়ে প্রশ্নের মুখে পড়েন নির্মলা সীতারামন। সাংবাদিকরা তাঁকে জানতে চান- ভারতীয় মুদ্রার পতন রুখতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে ? জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি লক্ষ্য করছি - টাকার পতন হচ্ছে না। আসলে ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে...।’

তিনি আরও বলেন, ‘স্পষ্টতই, যখন মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে, সেসময় বিপরীত পথে হাঁটছে বিশ্বের অন্যান্য মুদ্রা। এটা সত্য যে, ভারতীয় মুদ্রার সঙ্গে মার্কিন ডলারের বিনিময় হার বেড়েছে। বিষয়টি মার্কিন ডলারের পক্ষে গিয়েছে। তবে, এটা ঠিক- বিশ্বের অন্যান্য মুদ্রার থেকে তুলনামূলক ভাবে ভাল অবস্থায় রয়েছে ভারতীয় মুদ্রা।’

অর্থমন্ত্রী জানান, ‘বাজারে খুব বেশি অস্থিরতা নেই, তা নিশ্চিত করতে সবকিছু পর্যবেক্ষণ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। তবে, ভারতীয় টাকার মূল্যমান ঠিক রাখতে বাজারে কোনও হস্তক্ষেপ করেনি আরবিআই। এটি আমি আগেও বলেছি- টাকা নিজের একটি স্তর খুঁজে পাবে।’

বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের শুরুতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে যে ভূ-রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে, তার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধের ফলে পণ্যের দাম বেড়েছে। উন্নত বিশ্বে মুদ্রাস্ফীতি রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে।

এদিকে, টাকার দামের পতন রুখতে- বিদেশি মুদ্রা খরচ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু, বর্তমানে তা আর করা যাচ্ছে না। গত শুক্রবার, আরবিআই জানিয়েছে, তাদের বিদেশি মুদ্রার সঞ্চয় (ফোরেক্স রিজার্ভ) ৪৮.৫৪ কোটি ডলার কমেছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪০ হাজার কোটি ৫ লক্ষ ৬৭ টাকা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের থেকেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখার আছে সরকারের: নির্মলা সীতারমন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in