প্রেসিডেন্ট হয়েই প্রতিশ্রুতি পালন করলেন ডোনাল্ড ট্রাম্প। স্বাস্থ্যসচিব পদে 'টিকা বিরোধী' রবার্ট এফ কেনেডি জুনিয়রকে নিয়োগ করলেন তিনি।
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। পরে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়ে ট্রাম্পকে সমর্থনের কথা জানান তিনি।
নির্বাচনী জনসভায় গিয়ে কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য দফতরের দায়িত্ব দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ভোটে জিতেই সেই কথা রাখলেন তিনি। এই কেনেডি অবশ্য বরাবরই 'টিকা বিরোধী' হিসেবে পরিচিত। তাঁর মতে টিকা নিলে অটিজম ও অন্যান্য শারীরিক অসুস্থতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
কেনেডি জুনিয়রকে নিয়োগ করে ট্রাম্প জানান, দীর্ঘদিন ধরে আমেরিকার বাসিন্দাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি ভুল তথ্য প্রদান করছে। যার কারণে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ফের মহান এবং স্বাস্থ্যবান করে তুলবেন তিনি।
নতুন পদে নিয়োগ পেয়েই ট্রাম্পকে ধন্যবাদ জানান কেনেডি জুনিয়রও। তিনি লেখেন, আমরা দু’জনে মিলে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বাস্থ্যবান করে তুলব। একসাথে আমরা দুর্নীতি পরিষ্কার করব। স্বচ্ছতার সাথে মার্কিন জনগণের কাছে সমস্ত তথ্য জানাব। তাঁরা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমি এইচএইচএস-এর ৮০,০০০-এরও বেশি কর্মচারীদের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমেরিকান জনগণের প্রতি আমার অঙ্গীকার হল একজন সৎ জনসেবক হওয়া।
উল্লেখ্য, এই কেনেডি এফ জুনিয়র হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইপো। এমনকি তাঁর বাবা রবার্ট এফ কেনেডি আমেরিকার অ্যাটর্নি জেনারেল ছিলেন।
কেনেডি জুনিয়র ছাড়াও সম্প্রতি একাধিক প্রশাসনিক নিয়োগ করেছেন ট্রাম্প। জর্জিয়ার প্রাক্তন সাংসদ ডগ কলিন্সকে প্রবীণ বিষয়ক মন্ত্রকের সচিব করা হয়েছে। টড ব্লাঞ্চকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে। ডিন জন সাউয়ারকে সলিসিটর জেনারেল করা হয়েছে। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন জে ক্লেটনকে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন