Volodymyr Zelenskyy: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাবে হোয়াইট হাউস! ট্রাম্পের আশ্বাসে আশায় জেলেনস্কি

People's Reporter: একটি সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এটা নিশ্চিত যে আগামীদিনে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়া দলের নীতি অনুযায়ী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের খুব শীঘ্রই অবসান ঘটবে।
Volodymyr Zelenskyy: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাবে হোয়াইট হাউস! ট্রাম্পের আশ্বাসে আশায় জেলেনস্কি
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি পদে শপথ নিলেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটবে। হোয়াইট হাউসের প্রতি আস্থা প্রকাশ করে এমনই মন্তব্য করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার ইউক্রেনের সংবাদমাধ্যম সাসপিলনেকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, 'এটা নিশ্চিত যে আগামীদিনে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়া দলের নীতি অনুযায়ী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের খুব শীঘ্রই অবসান ঘটবে। ওই দলের দৃষ্টিভঙ্গিই এটি। কারণ তারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যুদ্ধ তো শেষ হবেই। কিন্তু ঠিক কবে হবে সেটা জানি না'।

মার্কিন নির্বাচনে জয়ের পরই ট্রাম্পকে টেলিফোনের মাধ্যমে শুভেচ্ছা জানান জেলেনস্কি। সেই বিষয়ে তিনি বলেন, আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। বিরোধিতা করার মতো কোনও আলোচনাই হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি ক্ষমতায় এলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান মাত্র ২৪ ঘন্টার মধ্যে করে দেবেন। এমাসের শুরুতে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার ৪৭তম রাষ্ট্রপতি হন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় ইউক্রেন রাশিয়া যুদ্ধ। যা এখনও থামেনি। প্রচুর প্রাণহানি ঘটে। বহু দেশে যুদ্ধবিরতির পক্ষে মত দিলেও রাশিয়া ও ইউক্রেন থামেনি। এখন দেখার ট্রাম্প ২ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারেন কিনা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in