দুই-তৃতীয়াংশ আমেরিকান বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে। একটি নতুন সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। বুধবার প্রকাশিত একটি নতুন পলিটিকো-মর্নিং কনসাল্টে দেখা গেছে মাত্র ৩৪ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে দেশ সঠিক পথে চলছে।
৪৩ শতাংশ আমেরিকান বলেছেন যে, তাঁরা মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন যে কাজ করছেন তারা “দৃঢ়ভাবে অনুমোদন” বা “কিছুটা অনুমোদন” করছেন। অন্যদিকে, যখন মোটামুটি ৫৩ শতাংশ উত্তরদাতা বলছেন যে, তাঁরা “কিছুটা বিরোধিতা” বা “দৃঢ়ভাবে বিরোধিতা” করছেন।
সমীক্ষায় আরও জানা গেছে, আমেরিকানদের মধ্যে মাত্র ৩৯ শতাংশ বলেছেন যে কোভিড মহামারী মোকাবিলায় জো বাইডেন সফল। অন্যদিকে, ৪১ শতাংশ আমেরিকান ‘খুব খারাপ’ রেটিং দিয়েছেন। মাত্র ১৬ শতাংশ আমেরিকান বিডেনকে ‘মোটামুটি’ রেটিং দিয়েছেন।
প্রসঙ্গত, আমেরিকায় রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যাও বেড়েছে হু হু করে করে। ওমিক্রন ঢেউ আসার সময়ে যা ভয়াবহ রূপ ধারণ করেছিল। এরইমধ্যে একাধিক রাজ্যে করোনাবিধি শিথিল করা হয়েছে।
এর আগেও একটি সমীক্ষায় জো বাইডেনের জনপ্রিয়তা হ্রাসের ইঙ্গিত পাওয়া ফিয়েছিল। বিশেষত যখন আমেরিকা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে। বাইডেনের ভূমিকা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে আছেন আমেরিকার সমাজ।
সমীক্ষায় দেখা গিয়েছিল সংখ্যাগরিষ্ঠ আমেরিকানই বাইডেনের বিদেশনীতির বিপক্ষে মতামত দিয়েছেন। বেশিরভাগ আমেরিকান এটিকে ‘আমেরিকার ব্যর্থতা’ বলে উল্লেখ করেছিলেন। ৬১ শতাংশ মানুষ মনে করছেন, আফগানিস্তান থেকে সেনা তোলা উচিত হয়নি আমেরিকার। খুব কম সংখ্যক আমেরিকান আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের পক্ষে মতামত দিয়েছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন