উবের চালকরা সংস্থার কর্মী, চুক্তিভিত্তিক নয়, রায় ব্রিটেনের সুপ্রিম কোর্টের

উবের অ্যাপ ও কুরিয়ার ইউনিয়নের সভাপতি ইয়াসিন আসলাম জানিয়েছেন, 'উবের-এর মতো বড় ব্যবসায়ী সংস্থার বিরুদ্ধে জয়লাভ বড় সাফল্য। আমরা হাল ছেড়ে দিইনি।'
উবের চালকরা সংস্থার কর্মী, চুক্তিভিত্তিক নয়, রায় ব্রিটেনের সুপ্রিম কোর্টের
প্রতীকী ছবি
Published on

উবের চালকদের কর্মীর জায়গা দিতে হবে বলে জানিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। এর ফলে উবের চালকদের নির্দিষ্ট বেতন ও ছুটির দিন নির্ধারণ করা যাবে। প্রসঙ্গত, একটি মামলায় উবের-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, চালকরা চুক্তিভিত্তিক, তারা চুক্তির অধীনে কাজ করে যাত্রী তোলে। তারা উবের-এর জন্য কাজ করে না।

এই মামলায় উবেরকে বড় মাপের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। উল্লেখ্য, প্রাক্তন উবের চালক জেমস ফারার ও ইয়াসিন আসলাম যৌথভাবে এই মামলাটি দায়ের করেছিলেন উবের-এর বিরুদ্ধে গত ২০১৬ সালে। সুপ্রিম কোর্টের এই রায়ে তাঁরা বেজায় খুশি। ইয়াসিন আসলাম উবের অ্যাপ ও কুরিয়ার ইউনিয়নের সভাপতি। তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'উবের-এর মতো বড় ব্যবসায়ী সংস্থার বিরুদ্ধে জয়লাভ বড় সাফল্য। আমরা হাল ছেড়ে দিইনি। এর জন্য আমাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে মানসিকভাবে, শারীরিকভাবে ও অর্থনৈতিকভাবেও। কিন্তু আমরা আমাদের অবস্থানে অনড় ছিলাম।'

এই রায় দিয়ে লর্ড লেগাট জানিয়েছেন, সুপ্রিম কোর্ট উবের-এর সব আবেদন খারিজ করে দিয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in