উবের চালকদের কর্মীর জায়গা দিতে হবে বলে জানিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। এর ফলে উবের চালকদের নির্দিষ্ট বেতন ও ছুটির দিন নির্ধারণ করা যাবে। প্রসঙ্গত, একটি মামলায় উবের-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, চালকরা চুক্তিভিত্তিক, তারা চুক্তির অধীনে কাজ করে যাত্রী তোলে। তারা উবের-এর জন্য কাজ করে না।
এই মামলায় উবেরকে বড় মাপের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। উল্লেখ্য, প্রাক্তন উবের চালক জেমস ফারার ও ইয়াসিন আসলাম যৌথভাবে এই মামলাটি দায়ের করেছিলেন উবের-এর বিরুদ্ধে গত ২০১৬ সালে। সুপ্রিম কোর্টের এই রায়ে তাঁরা বেজায় খুশি। ইয়াসিন আসলাম উবের অ্যাপ ও কুরিয়ার ইউনিয়নের সভাপতি। তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'উবের-এর মতো বড় ব্যবসায়ী সংস্থার বিরুদ্ধে জয়লাভ বড় সাফল্য। আমরা হাল ছেড়ে দিইনি। এর জন্য আমাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে মানসিকভাবে, শারীরিকভাবে ও অর্থনৈতিকভাবেও। কিন্তু আমরা আমাদের অবস্থানে অনড় ছিলাম।'
এই রায় দিয়ে লর্ড লেগাট জানিয়েছেন, সুপ্রিম কোর্ট উবের-এর সব আবেদন খারিজ করে দিয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন