ব্রিটেনে নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়তে পারে ‘কনজারভেটিভ পার্টি’। দীর্ঘ ১৪ বছর পর ব্রিটেনে আবার ক্ষমতায় ফিরতে পারে মধ্য-বাম ‘লেবার পার্টি’। সমীক্ষায় এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির লজ্জাজনক পরাজয়ের ইঙ্গিত দিয়েছে একাধিক সমীক্ষা।
YouGov-র সমীক্ষা অনুযায়ী ৬৫০ আসনের মধ্যে কিয়ের স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি পেতে চলেছে ৪২৫ টি আসন। সমীক্ষার ইঙ্গিত মিলে গেলে যা হবে লেবারদের নির্বাচনী ইতিহাসে সেরা ফলাফল। সাভান্তা (Savanta)-র সমীক্ষা অনুযায়ী লেবার পার্টি পেতে চলেছে ৫১৬ টি আসন। মোর ইন কমন (More in Common)-র সমীক্ষা লেবারদের ৪০৬ টি আসন পাওয়ার ইঙ্গিত দিয়েছে।
অন্যদিকে, ব্রিটেনের ইতিহাসে কনজারভেটিভদের সর্বকালের নিকৃষ্টতম ফলাফল হতে চলেছে। এমনকি (উত্তর ইংল্যান্ড) নিজের আসনেই হেরে যেতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। অথচ এই আসনটি মূলত রক্ষণশীলদের সবচেয়ে নিরাপদ আসন হিসাবেই পরিচিত। শুধু ঋষি সুনক নয়, হারতে পারেন ব্রিটেন মন্ত্রীসভার একাধিক ব্যাক্তি, প্রভাবশালী নেতাও। অর্থমন্ত্রী জেরেমি হান্টও হারতে পারেন বলেই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে।
YouGov-র সমীক্ষা অনুযায়ী কনজারভেটিভরা পেতে পারে ১০৮ টি আসন। লিবারেল ডেমোক্র্যাটরা পেতে পারে ৬৭ টি আসন। সাভান্তার সমীক্ষা অনুযায়ী কনজারভেটিভরা ১০০টিরও কম আসন পাবে। ৫৩ টি আসন কনজারভেটিভ এবং লিবারেল ডেমোক্র্যাটরা ৫০টি আসন ৷ অন্যদিকে, মোর ইন কমন-র পূর্বাভাসে যথাক্রমে ১৫৫ টি এবং ৪৯টি আসনের কথা বলা হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই মেয়র নির্বাচনে লেবার পার্টির কাছে পর্যুদস্ত হয়েছিল কনজারভেটিভরা। মূলত ১৪ বছর ধরে রক্ষণশীলদের ক্ষমতায় থাকায় প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবল ব্রিটেনে। পাশাপাশি একাধিক দুর্নীতি সামনে আসা, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে আসা (ব্রেক্সিট) এবং সর্বোপরি কনজারভেটিভদের নেতৃত্ব সঙ্কটে রীতিমত বিরক্ত ব্রিটেনবাসী। ফলস্বরূপ ১৪ বছর পর ব্রিটেনে আবারও ক্ষমতায় আসার ইঙ্গিত মিলছে লেবারদের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন