Ukraine Crisis: আমার মনে হয় না ইউক্রেনের উপর পারমাণবিক হামলার প্রয়োজন আছে - পুতিন

পুতিন জানান, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ ইউরোপের একাধিক দেশ রাশিয়ার সম্পর্কে ঘৃণা ছড়াতে চাইছে। সেই জন্যই আন্তর্জাতিক মহলে এই গুজব ছড়িয়ে পড়ছে যে, ইউক্রেনের পরমাণু হামলা চালাতে চলেছে রাশিয়া।
ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিনফাইল ছবি তাস-এর সৌজন্যে
Published on

চলমান সংঘাতের মাঝে ইউক্রেনে পারমাণবিক হামলার জল্পনা উড়িয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার, ক্রেমলিন থেকে পুতিন সাফ জানিয়েছেন, ‘আমার মনে হয় না তার দরকার আছে। রাজনৈতিক বা সামরিক, কোনও দিক থেকেই ইউক্রেনে পরমাণু হামলা চালানোর প্রয়োজন নেই।’

বেশ কিছুদিন ধরে ইউক্রেনে আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে রাশিয়া। চিন্তা বাড়িয়ে কয়েকদিন আগেই নিজেদের আণবিক অস্ত্রের মহড়াও চালিয়েছে রুশ সেনারা। তারপরেই, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনে পারমাণবিক বোমা হামলা চালাবে রাশিয়া। সেই প্রস্তুতি তারা নিচ্ছে। কিন্তু, সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন পুতিন।

এপ্রসঙ্গে পুতিন জানান, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ ইউরোপের একাধিক দেশ রাশিয়ার সম্পর্কে ঘৃণা ছড়াতে চাইছে। সেই জন্যই আন্তর্জাতিক মহলে এই গুজব ছড়িয়ে পড়ছে যে, ইউক্রেনের পরমাণু হামলা চালাতে চলেছে রাশিয়া।

তিনি বলেন, ‘ভয়ংকর নোংরা একটা খেলা খেলছে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমি দেশগুলি। তাদের নিজেদের মতামত অন্যদের উপরে চাপিয়ে দিতে চাইছে। গোটা দুনিয়ার উপরে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র।’

এদিকে, পুতিনের এই মন্তব্য সামনে আসার পরেই- তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। তিনি বলেন, ‘পুতিনের যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ইচ্ছা না থাকে, তাহলে এই প্রসঙ্গে বারবার এত কথা বলেন কেন? রাশিয়ার পারমাণবিক শক্তি নিয়ে এতবার আলোচনা করেন কেন? যেভাবে তিনি পারমাণবিক অস্ত্র নিয়ে বারবার কথা বলেছেন, তা অত্যন্ত বিপজ্জনক।’

এর আগে- গত সেপ্টেম্বরে, টেলিভিশন বার্তায় পুতিন বলেছিলেন, ‘যদি আমাদের দেশের অস্তিত্ব বিপন্ন হয়, তাহলে সন্দেহাতীতভাবে দেশের মানুষকে বাঁচাতে সমস্ত ধরনের অস্ত্রই ব্যবহার করব আমরা। আর এটা ফাঁকা বুলি নয়।’

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, 'যারা পারমাণবিক অস্ত্র দিয়ে আমাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন, তাদের জানা উচিত যে, পাল্টা বাতাস তাদের দিকে যেতে পারে।'

এরপরে, গত বুধবার, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু দাবি করেন, আণবিক ডার্টি বম্ব ব্যবহার করতে চাইছে ইউক্রেন। রাষ্ট্রসংঘেও এই বিষয়ে প্রস্তাবও আনে রাশিয়া। তবে সেই দাবিকে উড়িয়ে দিয়ে ওয়াশিংটন দাবি করে, আসলে রাশিয়া নিজেই এই বোমা ব্যবহারের কথা ভাবছে।

ভ্লাদিমির পুতিন
China: ঐতিহাসিক সিদ্ধান্ত চীনের পার্টি কংগ্রেসে! মাও জে দং-কে স্পর্শ শি জিনপিং-র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in