Ukraine Crisis: কিয়েভ ছেড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি - দাবি রাশিয়ার

ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি কিয়েভ ছেড়েছেন এবং বর্তমানে লভিভে রয়েছেন। ইউক্রেনের পার্লামেন্ট সদস্যদের উদ্ধৃত করে রাশিয়ার স্টেট ডুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিন একথা জানিয়েছেন।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি
ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কিছবি আমান বুটারের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি কিয়েভ ছেড়েছেন এবং বর্তমানে লভিভে রয়েছেন। ইউক্রেনের পার্লামেন্ট সদস্যদের উদ্ধৃত করে রাশিয়ার স্টেট ডুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিন একথা জানিয়েছেন। ইন্টারফ্যাক্স-এ এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভলোদিন তার টেলিগ্রাম চ্যানেলে শনিবার লিখেছেন, "জেলেনস্কি তাড়াহুড়ো করে কিয়েভ ত্যাগ করেছেন। তিনি গতকাল ইউক্রেনের রাজধানীতে ছিলেন না। তিনি এবং তার সফরসঙ্গীরা লভিভ শহরে পালিয়ে গেছেন। যেখানে তার এবং তার সহযোগীদের জন্য একটি আবাসস্থলের ব্যবস্থা করা হয়েছে।"

ভোলোদিন দাবি করেছেন, এই তথ্য ইউক্রেন পার্লামেন্টের সদস্যরা দিয়েছেন। এঁরা সম্প্রতি কিয়েভে জেলেনস্কির সাথে দেখা করার চেষ্টা করেছিলেন। তিনি আরও বলেন, "বৈঠকের জন্য তাঁদের লভিভে আমন্ত্রণ জানানো হয়েছিল।"

ইন্টারফ্যাক্স জানিয়েছে, জেলেনস্কির সোশ্যাল নেটওয়ার্কে কিয়েভের ভিডিওটি আগে থেকেই রেকর্ড করা হয়েছিল এবং জেলেনস্কি নিজেই "নব্য-নাৎসিদের দ্বারা সুরক্ষিত" বলে তিনি জানিয়েছেন।

এর আগে, ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে শহরের বিভিন্ন অংশে রাতের গুলি বর্ষণের পর তিনি নিজেকে কিয়েভের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বলে দেখিয়েছিলেন এবং দেশের মানুষকে জানিয়েছিলেন "আমি এখানে আছি"। একথা জানিয়েছে ফক্স নিউজ।

জেলেনস্কি ইউক্রেনীয়দের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভিডিও সম্বোধনে বলেছেন, "আমরা আমাদের দেশকে রক্ষা করব"। তিনি আরও বলেন অনলাইনে প্রচুর মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে।

শনিবার সকালে কিয়েভে সূর্য ওঠার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লামিদির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, "ভুয়ো তথ্যে বিশ্বাস করবেন না।" "আমি এখানে আছি। আমরা আমাদের দেশকে রক্ষা করব। কারণ আমাদের সত্যই আমাদের শক্তি।”

ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি
Ukraine Crisis: রাশিয়ান প্রস্তাব মেনে শান্তি ও যুদ্ধবিরতির জন্য আলোচনায় প্রস্তুত ইউক্রেন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in