Ukraine Crisis: মারিয়ুপোলে শেষ প্রতিরোধ কেন্দ্রের পতন, ২৫৬ জন ইউক্রেন সেনার আত্মসমর্পণ

ইউক্রেনের তরফ থেকে জানানো হয়, বন্দর অঞ্চলটির আজভস্টল স্টিল প্লান্টে প্রায় ৬০০ সেনাকর্মী সহ সাধারণ নাগরিকরাও ছিল। রুশ বাহিনী ঐ বেসমেন্ট ঘিরে ফেলায় ইউক্রেন সেনা নাগরিকদের কথা ভেবে আত্মসমর্পণ করেছে।
Ukraine Crisis: মারিয়ুপোলে শেষ প্রতিরোধ কেন্দ্রের পতন, ২৫৬ জন ইউক্রেন সেনার আত্মসমর্পণ
গ্রাফিক্স - নিজস্ব
Published on

অবশেষে সম্পূর্ণ মারিয়ুপোল দখল করে নিল রাশিয়া। মস্কো বাহিনীর কাছে আত্মসমর্পণ করল ইউক্রেন সেনা। যুদ্ধ শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই মারিয়ুপোল ঘিরে নেয় রুশ বাহিনী। জানা যাচ্ছে ২৫৬ জন ইউক্রেন সেনা আত্মসমর্পণ করেছে রাশিয়ার কাছে।

রাশিয়ার লাগাতার আক্রমণের ফলে মারিয়ুপোল অঞ্চল ধ্বংসপ্রায় হয়ে গেছে ঠিকই, কিন্তু ইউক্রেনের প্রতিরোধের মুখে পড়ে কার্যত বেগ পেতে হচ্ছিল রাশিয়াকে। এবার তা পুরোপুরি নিজেদের দখলে নিল রুশ সেনা। ইউক্রেনের তরফ থেকে জানানো হয়, বন্দর অঞ্চলটির আজভস্টল স্টিল প্লান্টে প্রায় ৬০০ সেনাকর্মী সহ সাধারণ নাগরিকরাও ছিল। রুশ বাহিনী ঐ বেসমেন্ট ঘিরে ফেলায় ইউক্রেন সেনা নাগরিকদের কথা ভেবে আত্মসমর্পণ করেছে। তাদের মধ্যে ৫০ এর অধিক সেনা গুরুতর আহত হয়েছে বলে জানা যায়।

প্রসঙ্গত, এরা তথাকথিত ইউক্রেনের সেনাবাহিনী নয়। এরা ‘অ্যাজভ ব্যাটেলিয়ন’ নামে পরিচিত। যারা মূলত স্বেচ্ছাসেবক। রাশিয়া তাদের নব্য-নাৎসি হিসাবে বিবেচনা করে। তবে আত্মসমর্পণ করলে কাউকে প্রানে মারা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়া। সেইমতো এর আগে এক হাজারেরও বেশি সেনা আত্মসমর্পণ করেছিল।

সাধারণ নাগরিকদের জীবনের মূল্যকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রপুঞ্জ নিজ উদ্যোগে নিরাপদ করিডর দিয়ে সকলকে উদ্ধার করে। অন্যদিকে, আত্মসমর্পণকারী ইউক্রেন সেনাদের যুদ্ধবন্দী হিসাবে আটক করেছে রাশিয়া। রাশিয়া নিয়ন্ত্রনাধীন অঞ্চলে আহত সেনাদের চিকিৎসা করা হবে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, মারিয়ুপোল শহরটি ইউক্রেনের পূর্বদিকে ডনবাস প্রদেশের একেবারে দক্ষিণে একটি বন্দর শহর। এই ডনবাস প্রদেশের রুশপন্থীরা আগেই স্বাধীনতা ঘোষণা করেছিল। সম্প্রতি রাশিয়াও সরকারিভাবে ডনবাস প্রদেশের স্বাধীনতা ঘোষণাকে স্বীকৃতি দিয়েছে। আপাতত এই প্রদেশের প্রায় আশি শতাংশ অঞ্চল রুশ বাহিনীর নিয়ন্ত্রনে। ক্রিমিয়া, খেরসন প্রদেশের পর এবার মারিয়ুপোল শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার দখলে। তাই আগামীদিনে ডনবাস প্রদেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Ukraine Crisis: মারিয়ুপোলে শেষ প্রতিরোধ কেন্দ্রের পতন, ২৫৬ জন ইউক্রেন সেনার আত্মসমর্পণ
Ukraine Crisis: একই অবস্থান ভারত ও পাকিস্তানের, ফের রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল না ভারত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in