UN Security Council: ভারতের পাশে ফ্রান্স, ব্রিটেন - নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাচ্ছে ভারত!

শুধু ফ্রান্স নয়- বর্ধিত নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসাবে ভারত, জার্মানি, জাপান এবং ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়েছে ইউনাইটেড কিংডম (UK) বা ব্রিটেন।
UN Security Council: ভারতের পাশে ফ্রান্স, ব্রিটেন - নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাচ্ছে ভারত!
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ভারতের প্রতি সমর্থন জানিয়েছে ফ্রান্স। তবে, শুধু ভারত নয়, বর্ধিত নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসাবে ব্রাজিল, জার্মানি, এবং জাপানের কথাও পুনঃব্যক্ত করেছে ফ্রান্স।

নিরাপত্তা পরিষদে ফ্রান্স জানিয়েছে, বিশ্বের জন্য স্থায়ীভাবে দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক এবং সক্ষম, এমন নতুন শক্তির উন্মোচনকে বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

শুক্রবার, রাষ্ট্রসংঘে ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি নাথালি ব্রডহার্স্ট বলেন, 'এই ব্যাপারে ফ্রান্সের অবস্থান স্পষ্ট। আর এই অবস্থানের ব্যাপারে জাতিসঙ্ঘ যেমন অবগত, অবগত নিরাপত্তা পরিষদের অন্যান্য স্থায়ী সদস্য দেশ। আমরা চাই, কাউন্সিলে বর্তমান বিশ্বের অনেক দেশ যোগ দিক, যাতে এর (নিরাপত্তা পরিষদের) কর্তৃত্ব ও কার্যকারিতা আরও শক্তিশালী হয়।'

তিনি বলেন, 'স্থায়ী সদস্য পদের জন্য জার্মানি, ব্রাজিল, ভারত এবং জাপানের প্রার্থীতাকে সমর্থন করে ফ্রান্স। আমরা স্থায়ী সদস্যদের মধ্যে আফ্রিকান দেশগুলির একটি শক্তিশালী উপস্থিতিও দেখতে চাই। ভৌগোলিক প্রতিনিধিত্ব অর্জনের জন্য অবশিষ্ট আসনগুলি ন্যায়সঙ্গতভাবে বরাদ্দ করা উচিত।'

ব্রডহার্স্ট বলেন, 'এর মাধ্যমে দু'দিক প্রতিফলিত হবে। একটি হল, নিরাপত্তা পরিষদের বৈধতাকে সুসংহত করা। অন্যটি হল, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষণাবেক্ষণে নিজেদের দায়িত্ব সম্পূর্ণরূপে গ্রহণ করার ক্ষমতাকে শক্তিশালী করা।'

তবে, শুধু ফ্রান্স নয়- বর্ধিত নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসাবে ভারত, জার্মানি, জাপান এবং ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়েছে ইউনাইটেড কিংডম (UK) বা ব্রিটেন।

বৃহস্পতিবার, নিরাপত্তা পরিষদের সংস্কার সংক্রান্ত সাধারণ পরিষদের বিতর্কে ব্রিটেনের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেন, 'আমাদের অবস্থান নতুন নয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী উভয় বিভাগই সম্প্রসারণের জন্য দীর্ঘকাল ধরে আহ্বান জানিয়ে আসছে ব্রিটেন।'

তিনি বলেন, 'আমরা ভারত, জার্মানি, জাপান এবং ব্রাজিলের জন্য নতুন স্থায়ী আসন তৈরির পাশাপাশি কাউন্সিলে স্থায়ী আফ্রিকান প্রতিনিধিত্বকে সমর্থন করি।'

ভারত দীর্ঘদিন ধরেই জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবি জানিয়ে এসেছে। তাদের এই দাবির যৌক্তিকতাও রয়েছে। এশিয়ার শক্তিশালী রাষ্ট্র বলতে যে কটি রাষ্ট্রকে বোঝায়, ভারত তাদের মধ্যে অন্যতম।

UN Security Council: ভারতের পাশে ফ্রান্স, ব্রিটেন - নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাচ্ছে ভারত!
ইউক্রেনের উদ্দেশ্যে ছোঁড়া মিসাইল পড়লো পোল্যান্ডে! মৃত ২, অভিযোগ অস্বীকার রাশিয়ার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in