প্যালেস্টাইনে ইজরায়েলি হামলার প্রতিবাদ জানাতেই গ্রেফতার করা হলো ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া অচিন্তা শিবলিঙ্গমকে। এমনকি বিশ্ববিদ্যালয় থেকেও তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। শেষ এক সপ্তাহে ৫০০-র বেশি পড়ুয়াকে গ্রেফতার করেছে মার্কিন প্রশাসন।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিপার। স্থানীয় সূত্রে খবর, ওইদিন সকালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিল। তাঁবুও গড়ে তুলছিল তাঁরা। মূলত গাজা ভূখণ্ডে ইজরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। তাঁদের মধ্যেই ছিল অচিন্তা শিবলিঙ্গম। তাঁকে গ্রেফতার করা হয়। বিশ্ববিদ্যালয় থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে বলেই খবর।
এই গ্রেফতারির পরেই বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়াদের একাংশ। ওই স্থানেই ধর্না দিতে থাকেন তাঁরা। যত বেলা গড়াতে থাকে অবস্থান বিক্ষোভে পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। জানা যায় প্রায় ৩০০ পড়ুয়া মিলে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
এই অচিন্তা শিবলিঙ্গমের জন্ম তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। পরে তিনি ওহিও-র কলোম্বাসে বেড়ে উঠেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রেই তাঁর পড়াশোনা।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জেনিফার মরিল বলেন, বিশ্ববিদ্যালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়ারা। দুই স্নাতক পড়ুয়া গ্রেফতার হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত সোমবার ইয়েল ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ১৫০ জনের বেশি আন্দোলনকারী পড়ুয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। সকলেই প্যালেস্টাইনের পক্ষে সরব হয়েছিলেন। সূত্রের খবর, শেষ এক সপ্তাহে ৫০০ জনের বেশি পড়ুয়াকে একই অভিযোগে গ্রেফতার করেছে মার্কিন প্রশাসন। প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ছাড়াও ইমোরি বিশ্বিবিদ্যালয় এবং ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে মোট ৬১ জনকে গ্রেফতার করেছে স্থানীয় প্রশাসন।
প্যালেস্তাইনের ওপর লাগাতার আক্রমণ চালিয়ে যাবার কারণে ইতিমধ্যেই ইজরায়েলের নেতানইয়াহু সরকারের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে এখনও পর্যন্ত প্যালেস্তাইনের ওপর ইজরায়েলি আক্রমণের জেরে প্রায় ৩৩ হাজার জনের মৃত্যু হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন