সমস্ত হিসেব উল্টে দিয়ে ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সংখ্যাগরিষ্ঠতার জন্য তাঁর প্রয়োজন আর ৪টি ইলেক্টোরাল ভোট। এখনও পর্যন্ত যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে ট্রাম্প পেয়েছেন ২৬৭ ইলেক্টোরাল ভোট এবং তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট কমলা হ্যারিস পেয়েছেন ২২৪ ইলেক্টোরাল ভোট। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট।
ইউ এস সেনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫০ আসন। যা ইতিমধ্যেই পেয়ে গেছে রিপাবলিকানরা। এখনও পর্যন্ত তাদের দখলে ৫১ আসন। অন্যদিকে রিপাবলিকানরা পেয়েছে ৪২ আসন।
হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮ আসন। যেখানে রিপাবলিকানরা এখনও পর্যন্ত পেয়েছে ১৯০ এবং ডেমোক্র্যাটরা ১৬৮।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অনুসারে পঞ্চাশটি প্রদেশের মধ্যে অধিকাংশই যেতে চলেছে রিপাবলিকানদের দখলে। এখনও পর্যন্ত জর্জিয়া, কেনটাকি, ইন্ডিয়ানা, মিসিসিপি, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, ওহিয়ো, আলবামা, নেব্রাস্কা, মোন্টানা, ইডাহো, উইমিং-এ জয়ী হতে চলেছে রিপাবলিকানরা।
অন্যদিকে নিউ ইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, কানেকটিকাট, ভেরমন্ট, ইলিনয়, নিউ মেক্সিকো হাওয়াই, ওরেগন, ওয়াশিংটন, কোলেরাডোতে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস।
নির্বাচনী ফলাফল অনুসারে এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬,৮৬,০৫,৩৪৮ ভোট বা ৫১.২ শতাংশ ভোট। অন্যদিকে কমলা হ্যারিস পেয়েছেন ৬,৩৫,৩৩,৪০৮ ভোট বা ৪৭.৪ শতাংশ ভোট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন