US Presidential Election: প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই

People's Reporter: মিশিগানে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস জানিয়েছেন, গাজায় যুদ্ধ শেষ করতে তিনি সমস্ত ধরণের উদ্যোগ নেবেন। ট্রাম্প জানিয়েছেন, তাঁর আমলে কৃষকদের উন্নতির জন্য বহু পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প গ্রাফিক্স - আকাশ
Published on

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাকমুহূর্তে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস প্রায় ৮ শতাংশ ভোটে এগিয়ে আছেন বলে অনুমান করা হচ্ছে। এখনও পর্যন্ত এই নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় ৭৭.৬ মিলিয়ন ভোটার। যদিও এখনও যেসব জায়গায় ভোট বাকি আছে সেখানে কিছুটা এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। সার্বিকভাবে এখনও পর্যন্ত কমলা হ্যারিসের পক্ষে ৪৮ শতাংশ এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ৪৭ শতাংশ সমর্থন আছে বলে জানানো হয়েছে।

ওই প্রতিবেদন আরও জানিয়েছে, নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ সহ তিনটি অঞ্চলের ভোটিং-এ এগিয়ে আছেন কমলা হ্যারিস এবং একটি অঞ্চলে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল ৫ নভেম্বর আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ।

এদিন মিশিগানে প্রচার করেছেন কমলা হ্যারিস এবং পেনসিলভানিয়াতে প্রচার করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ-এ এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর আমলে কৃষকদের উন্নতির জন্য যা পদক্ষেপ নেওয়া হয়েছে তা অন্য কোনও প্রেসিডেন্টের আমলে হয়নি।

অন্যদিকে মিশিগানে নিজের শেষ প্রচারে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস জানিয়েছেন, গাজায় যুদ্ধ শেষ করতে তিনি সমস্ত ধরণের উদ্যোগ নেবেন। এই অঞ্চলে প্রায় ২ লক্ষ ৪০ হাজার মুসলিমের বসবাস এবং ২০২০-র নির্বাচনে তাঁরা প্রায় সবাই জো বাইডেনের পক্ষ নিয়েছিলেন। যদিও বর্তমান প্রশাসন গাজা যুদ্ধে ইজরায়েলের পক্ষ নেওয়ায় তাঁরা ক্ষুব্ধ। সেই দিকে লক্ষ্য রেখেই কমলা হ্যারিস তাঁর প্রচারে গাজায় যুদ্ধের প্রসঙ্গ টেনে এনেছেন।

এবারের নির্বাচনে ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচন করতে চলেছে আমেরিকা। বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষার ফলাফল অনুসারে, সাম্প্রতিক ইতিহাসে এবারের রাষ্ট্রপতি নির্বাচনেই সবথেকে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমানে সমানে লড়াই দিচ্ছেন।

তাৎপর্যপূর্ণভাবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই বলে রেখেছেন, ৫ নভেম্বরের নির্বাচনে তিনি যদি পরাজিত হন সেক্ষেত্রে তিনি ফলাফল মেনে নেবেন না এবং জালিয়াতির অভিযোগ তুলবেন। গত সেপ্টেম্বর মাসে মিশিগানের নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি নির্বাচনে হারতে পারেন না এবং এর আগের বার ২০২০-র নির্বাচনেও তাঁকে জালিয়াতি করে হারানো হয়েছিল।

কীভাবে প্রেসিডেন্ট নির্বাচন?

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি কিছুটা জটিল। আল জাজিরার প্রতিবেদন অনুসারে, আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টি আমেরিকান রাজ্য এবং ওয়াশিংটন ডিসির জনসংখ্যার অনুপাতে মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোটকে ভাগাভাগি করা হয়। উদাহরণ স্বরূপ ২৩ তম সংশোধনী অনুসারে ওয়াশিংটন ডিসিতে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৩। আবার ক্যালিফোর্নিয়াতে প্রতি ৭ লক্ষ বাসিন্দা পিছু ১টি করে ইলেক্টোরাল ভোট।

নিয়ম অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে এর মধ্যে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতেই হয়। যদি দু’পক্ষই ২৬৯টি করে ইলেক্টোরাল ভোট পান সেক্ষেত্রে ‘কন্টিনজেন্ট ইলেকশান’ হয়। যেখানে ইউ এস হাউস অফ রিপ্রেজেনটেটিভরা প্রেসিডেন্ট কে হবে তা ঠিক করেন। সেক্ষেত্রে প্রতি রাজ্যের প্রতিনিধিরা একটি করে ভোট দিতে পারবেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে এখানে সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে। ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করবে সেনেট। ভোটের ফলাফল টাই হলে আগামী বছরের ৬ জানুয়ারি কন্টিনজেন্ট ইলেকশন অনুষ্ঠিত হবে।

নির্বাচনী বিশ্লেষকদের উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও টাই হবার সম্ভাবনা কম। ২০২০তে জো বাইডেরনের মত কমলা হ্যারিস যদি উইসকনসিন, মিশিগান, অ্যারিজোনা ও নেভাডাতে জয়ী হন এবং নেব্রাস্কাতে একটি ইলেক্টোরাল ভোটে জয়ী হন, কিন্তু পেনসিলভানিয়া এবং জর্জিয়াতে হেরে যান সেক্ষেত্রে ২৬৯-২৬৯ ফলাফল হতে পারে।  

ভারতীয় সময় অনুসারে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলবে ৫ নভেম্বর সকাল ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ভারতীয় সময় অনুসারে তা হবে ৫ নভেম্বর বিকেল ৪.৩০ থেকে ৬ নভেম্বর সকাল সাড়ে ৬টা।

বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ শুরু হবে ওইদিনই বিকেল ৫টা থেকে।

ভারতীয় সময় অনুসারে যা হবে ৬ নভেম্বর রাত ২.৩০ মিনিট।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প
পাল্লা ভারী জো বিডেনের দিকে - আমেরিকার একাধিক শহরে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের বিক্ষোভ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প
এলেন জো বিডেন, গেলেন ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প
USA: কমলা হ্যারিসের সমর্থনে প্রতিবেদন প্রকাশে 'না'! ২ লক্ষের বেশি সাবস্ক্রিপশন হারালো ওয়াশিংটন পোস্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in