US Presidential Election: সাদা বাড়ি দখলে হাড্ডাহাড্ডি লড়াই, প্রাথমিক প্রবণতায় এগিয়ে ডোনাল্ড ট্রাম্প

People's Reporter: এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৫,৬২,২৪,৫১২ ভোট এবং ২৩০টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৫,১১,৩৬,২২৩ ভোট এবং ১৯২টি ইলেক্টোরাল ভোট।
ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস
ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস গ্রাফিক্স আকাশ
Published on

আগাম অনুমান সত্যি করে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে। এখনও পর্যন্ত ফলাফলের যে গতিপ্রকৃতি সামনে এসেছে তাতে বেশ কিছুটা এগিয়ে থাকলেও এখনও স্বস্তিতে নেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিকভাবে অনেকটাই পিছিয়ে থাকলেও গণনা যত এগোচ্ছে ততই ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।

শেষ পাওয়া তথ্য অন্যসারে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ৫,৬২,২৪,৫১২ ভোট এবং পেয়েছেন ২৩০টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে এখনও পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৫,১১,৩৬,২২৩ ভোট এবং ১৮৭টি ইলেক্টোরাল ভোট। ট্রাম্প এবং হ্যারিসের প্রাপ্ত ভোটের হার ৫১.৭ শতাংশ এবং ৪৬.৯ শতাংশ। প্রতি মুহূর্তেই ব্যবধান কমাচ্ছেন কমলা হ্যারিস।

অন্য দুই প্রার্থী গ্রীন পার্টির জিল স্টেইন এবং লিবার্টিয়ান পার্টির চেস অলিভার এখনও পর্যন্ত কোনও ইলেক্টোরাল ভোট পাননি। এঁদের প্রাপ্ত ভোটের হার যথাক্রমে ০.৪ এবং ০.৪ শতাংশ।

ভোটগণনা চললেও এখনও পর্যন্ত জানা যায়নি সাতটি স্যুইং স্টেটের ফলাফল। বিশ্লেষকদের মতে এবারের ভোটে নির্ণায়ক ভূমিকা পালন করবে এই সাত রাজ্য। যার মধ্যে আছে পেনসিলভেনিয়া, মিশিগান, জর্জিয়া, অ্যারিজোনা, নর্থ ক্যারোলিনা, উইসকনসিন এবং নেভাডা।

ইতিমধ্যেই ডোনাল্ড শিবির থেকে পেনসিলভানিয়াতে ভোটে কারচুপির অভিযোগ তোলা হয়েছে। যদিও ট্রাম্পের আনা এই অভিযোগ অস্বীকার করেছেন সেখানকার নির্বাচনী আধিকারিকরা। এর আগে ২০২০-র নির্বাচনেও পরাজয়ের পর পেনসিলভানিয়াতে ভোটে কারচুপির অভিযোগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস
US Presidential Election: ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে আমেরিকার রাজনীতিতে কী কী বদল আসতে পারে?
ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস
US Presidential Election: প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in