কোভিড-১৯ পরবর্তী সময়ে আমেরিকায় কাজ হারিয়েছেন প্রায় ১৭ মিলিয়ন মানুষ। সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষার রিপোর্ট অনুসারে এই সময় আমেরিকার প্রায় ১ কোটি ৭০ লক্ষ মানুষ হয় কাজ হারিয়েছেন অথবা উল্লেখযোগ্যভাবে তাঁদের মজুরি কমে গেছে।
সংবাদসংস্থা জিংহুয়ার এক প্রতিবেদন অনুসারে, চলতি বছরের অক্টোবর মাসে পাওয়া শেষ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে। দ্য অ্যাসেন্টে প্রকাশিত রিপোর্ট উদ্ধৃত করে সংবাদসংস্থা এই তথ্য জানিয়েছে। এই সমীক্ষা করেছে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা ইকনমিক পলিসি ইন্সটিটিউট।
ওই রিপোর্ট অনুসারে কোভিড বিপর্যয়ের কারণে ৭.৪ মিলিয়ন মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অথবা কাজ হারিয়েছেন। প্রায় ২.৯ মিলিয়ন মানুষ আগে থেকেই কর্মহীন ছিলেন।
উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে আমেরিকায় কর্মহীনের হার সর্বাধিক ছিলো।
- with Agency inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন