আমেরিকার মসনদে দ্বিতীয় বারের জন্য বসছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। পরাজিত হয়েছেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস। মার্কিন নির্দলীয় ‘বাম ঘেঁষা’ সেনেটর বার্নি স্যান্ডার্স বুধবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পরাজয়ের পরে ডেমোক্র্যাটিক পার্টির তীব্র সমালোচনা করেছেন।
ডেমোক্র্যাটদের প্রচারাভিযান কৌশলকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন স্যান্ডার্স। তাঁর মতে, ডেমোক্র্যাটিক পার্টি ক্রমশই শ্রমিক শ্রেণীর মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে। স্যান্ডার্স এক বিবৃতিতে বলেছেন – ‘ডেমোক্র্যাটিক পার্টি শ্রমিক শ্রেণির মানুষকে পরিত্যাগ করেছে, স্বাভাবিকভাবেই শ্রমিক শ্রেণী মানুষও ডেমোক্র্যাটদের পরিত্যাগ করেছে’।
তিনি আরও বলেন – আমেরিকার বেশিরভাগ মানুষ ক্ষুব্ধ ছিলেন। তাঁরা পরিবর্তন চেয়েছিলেন এবং তাঁরা সঠিক। পাশাপাশি বেশিরভাগ আমেরিকানদের বিরোধিতা সত্ত্বেও ইজরায়েলকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখার সমালোচনা করেছেন স্যান্ডার্স।
বিবৃতিতে তিনি বলেন – ‘আজ বেশিরভাগ আমেরিকানদের তীব্র বিরোধিতা সত্ত্বেও প্যালেস্টাইনের বিরুদ্ধে ইজরায়েলের চরমপন্থী নেতানিয়াহু সরকারের যুদ্ধের জন্য আমরা বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ব্যয় করে চলেছি। এটি আসলে প্যালেস্তিনীয় জনগণের বিরুদ্ধে যুদ্ধ। সেখানে হাজার হাজার শিশু ব্যাপক অপুষ্টি-অনাহারের শিকার হয়েছে’।
প্রসঙ্গত, স্যান্ডার্স ২০১৬ এবং ২০২০ সালে ডেমোক্র্যাটিক রাষ্ট্রপতি মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বেশিরভাগ আমেরিকান অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি, আয়ের বৈষম্য, দৈনিক মজুরি বৃদ্ধি, সকলের জন্য স্বাস্থ্য বীমা থেকে পারিবারিক ছুটি - এই সমস্যাগুলির কথা তিনি তুলে ধরেছিলেন। ২০২০ সালে আশা জাগিয়েও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে তিনি নির্বাচিত হতে পারেননি। শেষ পর্যন্ত জো বিডেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছিলেন।
তিনি বলেন – “ডেমোক্র্যাটিক পার্টিকে নিয়ন্ত্রণকারী কর্পোরেট এবং ভাল বেতনের পরামর্শদাতারা এই বিপর্যয়মূলক ফলাফল থেকে আদৌ কোন বাস্তব শিক্ষা নেবেন কি? সম্ভবত না”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন