দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০২০ সালের নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। চার বছর পর আবার হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প। বিশ্বের সর্বশক্তিমান দেশের প্রেসিডেন্টের মোট সম্পত্তির পরিমাণ কত? প্রেসিডেন্ট হিসেবে কত বেতনই বা পাবেন তিনি?
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের মোট সম্পত্তির পরিমাণ ৬.৪৯ কোটি বিলিয়ন ডলার। সম্প্রতি ৪৫.৯ মিলিয়ন ডলার অর্থাৎ ১.৫ শতাংশ কমেছে ট্রাম্পের সম্পত্তির পরিমাণ। তবে চলতি বছর ৩.৪ বিলিয়ন ডলার অর্থাৎ ১১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ট্রাম্পের সম্পত্তির পরিমাণ। রিপোর্ট অনুযায়ী, এর বড় অংশ আসে তাঁর নিজের ‘ট্রুথ সোশ্যাল’ কোম্পানি থেকে। এ ছাড়াও রিয়্যাল এস্টেট ব্যবসাতেও বিনিয়োগ রয়েছে তাঁর। নিউ ইয়র্কে তাঁর নামে রয়েছে, ‘ট্রাম্প টাওয়ার’, ফ্লোরিডায় ৩টি বাড়ি, ল্যাস ভেগাসে রয়েছে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল। এ ছাড়াও ট্রাম্পের নামে রয়েছে মার-আ-লাগো ক্লাব, গল্ফ কোর্সেস।
অন্যদিকে, আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টই দেশের সর্বময় কর্তা। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বার্ষিক বেতন তিন কোটি ৩৬ লক্ষ টাকা। তবে প্রেসিডেন্ট হিসেবে বেতন ছাড়াও বিনোদন ও ভ্রমণের জন্য আলাদা বেতন পাবেন ট্রাম্প। তথ্য অনুযায়ী, বিনোদন এবং ভ্রমণের জন্য খরচ বাবদ বছরে যথাক্রমে ৮৪ লক্ষ এবং ১৬ লক্ষ টাকা পাবেন। এছাড়া প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প বার্ষিক অন্যান্য খরচ বাবদ পাবেন ৪২ লক্ষ টাকা। সব মিলিয়ে আমেরিকার প্রেসিডেন্টের জন্য বরাদ্দ করা হয়েছে ৪ কোটি ৭৮ লক্ষ টাকা।
এখানেই শেষ নয়। বিজনেজ ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসকে নিজের পছন্দ মতো সাজানোর জন্য ট্রাম্প পাবেন ৮৪ লক্ষ টাকা। এছাড়াও লিমুজিন, মেরিন ওয়ান, এয়ার ফোর্স ওয়ান, দ্য বিস্টের মতো গাড়ি ও বিমানের ব্যবস্থা থাকবে যাতাযাতের জন্য। নিরাপত্তার দিক থেকে যা বিশ্বে শ্রেষ্ঠ। বার্ষিক পেনশন হিসাবে বছরে দেড় কোটি টাকার বেশি পেয়ে থাকেন আমেরিকার প্রেসিডেন্ট। পাশাপাশি, আজীবন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাও মিলবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন