সৌদি আরবে নারী ক্ষমতায়নে নয়া নজির। এই প্রথমবার, হজের জন্য মক্কার নিরাপত্তা সামলাচ্ছেন মহিলা নিরাপত্তারক্ষীরা। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হজযাত্রীদের সুরক্ষার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তাঁরা। সৌদির মহিলা ক্ষমতায়নের ইতিহাসে নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা। তবে আরও একটি কারণে এবারের হজযাত্রা সৌদির মেয়েদের কাছে মাইল ফলক হয়ে রইল।
করোনা মহামারী আবহে শুধুমাত্র সৌদির বাসিন্দারাই মক্কায় হজের অনুমতি পেয়েছেন। এর মাঝেও আরও এক বড় ঘোষণা করেছে সৌদির হজমন্ত্রক। জানিয়েছে, মহিলারা এবার অভিভাবক ছাড়াই মক্কায় হজ করতে পারবেন। এতদিন অভিভাবক ছাড়া তাঁরা হজে যেতে পারতেন না। এবার সেই প্রথার অবসান হল।
তবে অভিভাবকদের ছাড়া হজে যেতে হলে মহিলাদের মানতে হবে শর্ত। মহিলাদের হজে যেতে হবে দল বেঁধে। সবমিলিয়ে এ বছর হজযাত্রা মহিলা ক্ষমতায়নে নজির গড়ল। মক্কায় মিলিটারি পোশাক পরে মহিলাদের নিরাপত্তার দায়িত্ব সামলাতে দেখা যাচ্ছে। খাকি পোশাকের পাশাপাশি কোমরের নীচে পর্যন্ত জ্যাকেট, ঢিলে ট্রাউজার এবং মাথা কালো কাপড় দিয়ে ঢাকা রয়েছে।
টুইটারে এই ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। নারী ক্ষমতায়নে বড় পদক্ষেপ হিসেবে সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরালও হয়ে গিয়েছে। 'দেরিতে হলেও, হয়েছে'। 'কোনও ভালো কিছু করতে দেরি হলেও তা দেরি নয়' বলেও টুইটারে লেখা হয়েছে।
কোভিডের কথা মাথায় রেখে ইদের আগেই ১০ হাজার পুন্যার্থীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। সামাজিক দূরত্বের পাশাপাশি মাস্কের ব্যবহারেও জোর দেওয়া হয়েছে হজ যাত্রীদের মধ্যে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন