'শরীরের বিভিন্ন অংশে হাত দিয়েছিলেন', ব্রিজ ভূষণের বিরুদ্ধে দায়ের FIR-এ দাবি অভিযোগকারিণীর

দিল্লি পুলিশের কাছে ফেডারেশন সভাপতির বিরুদ্ধে এফআইআর করেছেন তাঁরা। ৩৫৪, ৩৫৪(এ), ৩৫৪(ডি) এবং ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে।
'শরীরের বিভিন্ন অংশে হাত দিয়েছিলেন', ব্রিজ ভূষণের বিরুদ্ধে দায়ের FIR-এ দাবি অভিযোগকারিণীর
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ব্রিজ ভূষণ শরণ সিং-র বিরুদ্ধে দু'টি এফআইআর দায়ের করলো দিল্লি পুলিশ। দু'টি এফআইআর-এ মোট ১০টি হেনস্থার অভিযোগ উল্লেখ করা হয়েছে। যার মধ্যে এক নাবালিকাকে শারীরিক নিগ্রহেরও অভিযোগ রয়েছে।

আরও বিপাকে বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন কুস্তিগীররা। এবার দিল্লি পুলিশের কাছে ফেডারেশন সভাপতির বিরুদ্ধে এফআইআর করেছেন তাঁরা। ৩৫৪, ৩৫৪(এ), ৩৫৪(ডি) এবং ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে।

একটি এফআইআর দায়ের করেছে ছয় অলিম্পিয়ান এবং অন্যটি দায়ের করেছেন এক সংখ্যালঘু অ্যাথলিটের বাবা। ব্রিজ ভূষণ তাঁর মেয়ের সাথেও অশালীন আচরণ করেছিলেন বলে অভিযোগ করেছেন থানায়।

ছয় অলিম্পিক্সে খেলা ক্রীড়াবিদদের মধ্যে প্রথম জনের অভিযোগ, একটি রেস্তোরাঁতে তিনি ডিনারের জন্য গিয়েছিলেন। সেখানে ব্রিজভূষণ তাঁর শরীরের বিভিন্ন অংশে হাত দিয়েছিলেন। হাঁটু এবং কাঁধেও জোর করে হাত দেন ফেডারেশন সভাপতি।

অন্য একজন বলেন, কোচের অনুপস্থিতিতে তাঁর গেঞ্জির ভিতর হাত দেন ব্রিজ ভূষণ। তৃতীয় জনের অভিযোগ, ফেডারেশন সভাপতি কোনো কারণ ছাড়াই বিনা অনুমতিতে আলিঙ্গন করেন।

চতুর্থ কুস্তিগীরের অভিযোগ, ব্রিজ ভূষণ তাঁর শ্বাস পরীক্ষা করার নামে বুকে হাত দেন। তিনি ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। পঞ্চম জনের অভিযোগ, ব্রিজ ভূষণ ফটো তোলার জন্য তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। তিনি সভাপতিকে সরে যেতে বললে সভাপতি বলেন পরবর্তী প্রতিযোগিতায় সুযোগ দেওয়া হবে না। ষষ্ঠ কুস্তিগীরও যৌন হেনস্থার অভিযোগ করেন ব্রিজভূষণের বিরুদ্ধে।

'শরীরের বিভিন্ন অংশে হাত দিয়েছিলেন', ব্রিজ ভূষণের বিরুদ্ধে দায়ের FIR-এ দাবি অভিযোগকারিণীর
কুস্তিগীরদের হেনস্থায় অস্বস্তি বাড়ছে হরিয়ানা বিজেপি শিবিরে! দোষীর শাস্তির দাবিতে সরব মন্ত্রী-সাংসদরা
'শরীরের বিভিন্ন অংশে হাত দিয়েছিলেন', ব্রিজ ভূষণের বিরুদ্ধে দায়ের FIR-এ দাবি অভিযোগকারিণীর
ভারতীয় কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করার হুঁশিয়ারি! কুস্তিগীরদের পাশে বিশ্ব কুস্তি সংস্থা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in