রাজস্থানের রণথম্ভোরের জাতীয় উদ্যান থেকে পরপর ২৫ টি বাঘ নিখোঁজ হওয়া নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। এই আবহে ১০ টি নিখোঁজ বাঘের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মীরা। জানা গেছে, জঙ্গলে লাগানো একাধিক গোপন ক্যামেরার মাধ্যমে দেখা গেছে বাঘগুলোকে।
রাজস্থানের রণথম্ভোরে ৭৫ টি বাঘ থাকে। এর মধ্যে গত এক বছরে ২৫ টি বাঘ নিখোঁজ হয়। এই প্রথম ওই জাতীয় উদ্যান থেকে এত সংখ্যক বাঘ নিখোঁজের খবর মিলেছে। এর আগে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে ১৩ টি বাঘ নিখোঁজ হয়।
সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই রাজ্যের মুখ্য বনসংরক্ষক পবন কুমার উপাধ্যায় তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। পবন কুমার জানিয়েছেন, আগামী দু-মাসের মধ্যেই সেই কমিটি মনিটরিং রেকর্ড পর্যালোচনা করে বিস্তারিত রিপোর্ট দেবে। পার্কের কর্মকর্তাদের কোনো ত্রুটি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। তিনি আরও জানিয়েছেন, নিখোঁজের খবর প্রকাশ্যে আসার ২৪ ঘন্টার মধ্যে ১০ টি বাঘের খোঁজ মিলেছে জঙ্গলের ক্যামেরায়।
জঙ্গল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্ষার কারণে জঙ্গলের একাধিক ক্যামেরা বেশ কিছু দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি নতুন করে ক্যামেরা গুলো চালু করার ফলে ১০ টি বাঘের সন্ধান মিলেছে। জানা যাচ্ছে, নিখোঁজ হওয়া ওই ১০ টি বাঘ জঙ্গলের মধ্যেই গোপন জায়গাতে ছিল।
অন্যদিকে, জানা যাচ্ছে, নিখোঁজ হওয়া ২৫ টি বাঘের তালিকা অনুযায়ী চারটি বাঘের বয়স ১৭ বছরের বেশী। সেক্ষেত্রে বেশ কিছু বাঘের মৃত্যু হতে পারে বলেও মনে করা হচ্ছে। কারণ বন্য বাঘ সাধারণত ১৪-১৫ বছরের বেশী বাঁচে না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন