করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কেন্দ্রের তাৎক্ষণিক পদক্ষেপের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল বারোটি প্রধান বিরোধী দল। বর্তমান পরিস্থিতিকে "সার্বজনীন হিউম্যান ট্র্যাজেডি" হিসেবে বর্ণনা করে বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ বন্ধ সহ একাধিক দাবি জানানো হয়েছে চিঠিতে।
চিঠিতে বলা হয়েছে, "কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে কোন পদক্ষেপ গ্রহণ করা ও বাস্তবায়ন করা উচিত, তা নিয়ে এর আগে বহুবার যৌথ অথবা পৃথক পৃথক পৃথকভাবে আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যক্রমে, আপনার সরকার এই সমস্ত পরামর্শ উপেক্ষা করেছে বা প্রত্যাখ্যান করেছে। এই কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে তা সর্বজনীন হিউম্যান ট্র্যাজিডির পর্যায়ে পৌঁছে গেছে।"
এই চিঠিতে যাঁদের স্বাক্ষর রয়েছেন তাঁরা হলেন - কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি প্রধান শরদ পাওয়ার, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিইউ নেতা এইচ ডি দেবেগৌড়া, সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেন, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, জেকেপিএ নেতা ফারুক আবদুল্লাহ।
চিঠিতে বিরোধীরা যে দাবিগুলো জানিয়েছে:
১) দেশের মধ্যে বা বিশ্বের যে কোনো দেশ থেকে কেন্দ্রীয়ভাবে ভ্যাকসিন কেনার চেষ্টা করুক সরকার।
২) অবিলম্বে গোটা দেশ জুড়ে বিনামূল্যে গণ টিকাকরণ অভিযান শুরু করতে হবে।
৩) দেশীয় ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে লাইসেন্স প্রক্রিয়ার সরলীকরণ জরুরি।
৪) ভ্যাকসিনের জন্য বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা ব্যয় করা হোক।
৫) সেন্ট্রাল ভিস্তার নির্মাণ বন্ধ করে অক্সিজেন ও মেডিক্যাল সরঞ্জাম কিনতে সেই অর্থ ব্যয় করা হোক।
৬) সমস্ত আনঅ্যাকাউন্ট প্রাইভেট ফান্ড, পিএম কেয়ারসের টাকা দিয়ে ভ্যাকসিন, অক্সিজেন এবং মেডিক্যাল সরঞ্জাম কেনা হোক।
৭) কর্মহীন মানুষদের প্রতি মাসে ৬০০০ টাকা করে দেওয়া হোক।
৮) দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ।
৯) কোভিড আক্রান্ত হওয়া থেকে কৃষকদের বাঁচাতে কৃষি আইন বাতিল করুন।
বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী এবং আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এই চিঠিতে স্বাক্ষর করেননি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন