দেশে বাড়ছে বেকারত্বের হার। সরকারী শূন্যপদগুলিতে নিয়োগ হচ্ছে না। বিরোধীরা বারবার এই অভিযোগ করে এসেছে। এবার এই অভিযোগই কার্যত স্বীকার করে নিলেন মোদীর মন্ত্রী।
কেবল খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রকেই ১৭ হাজারের বেশি শূন্যপদ রয়েছে (১৭ হাজার ৬২৫)। মঙ্গলবার সংসদে সেকথা জানালেন খাদ্য ও গণবন্টন এবং ক্রেতা বিষয়ক প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বম্ভবানিয়া।
মঙ্গলবার রাজ্যসভায় এক লিখিত উত্তরে মন্ত্রী জানিয়েছেন, ২০১৪ সালে মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা মিলিয়ে স্থায়ী এবং অস্থায়ী পদের সংখ্যা ছিল যথাক্রমে ৪৫ হাজার ৯১৫ এবং ১৯। ২০২৪ সালে মোট স্থায়ী ও অস্থায়ী পদের সংখ্যা হল যথাক্রমে ৪৮ হাজার ৫৫৫ এবং ৮ টি। অর্থাৎ নিয়োগের সংখ্যা কমেছে।
মন্ত্রী বম্ভবানিয়া আরও বলেন, "গত পাঁচ বছরে চাকরি থেকে অবসর নেওয়ার পর কোনো ব্যক্তিকে পুনঃনিযুক্ত করা হয়নি। এই মুহূর্তে মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান, সংস্থা এবং স্বায়ত্তশাসিত সংস্থা মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ১৭ হাজার ৬২৫ টি।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন