Andaman & Nicobar Island: ২৪ ঘণ্টায় ২২ বার কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

NCS সূত্রের খবর, সোমবার প্রথম ভূকম্পন অনুভূত হয়, সকাল ৫টা ৪২মিনিটে। তারপরে আরও ২১ বার কেঁপে উঠেছে আন্দামানের মাটি।
Andaman & Nicobar Island: ২৪ ঘণ্টায় ২২ বার কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
ছবি - সংগৃহীত
Published on

লাগাতার ভূমিকম্পের জেরে নাজেহাল অবস্থা আন্দামান ও নিকোবর দীপপুঞ্জের। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, শেষ অর্থাৎ ২২ তম ভূমিকম্পটি হয়েছে মঙ্গলবার সকালে ৮টা ৫ মিনিটে।

মুহূর্তের অবকাশে ঘনঘন কেঁপে ওঠার ঘটনায় আতঙ্কিত আন্দামানবাসীরা। বিগত ২৪ ঘণ্টায় মোট ২২ বার ভূমিকম্পে আন্দামানের মাটি কেঁপে উঠেছে এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)।

NCS সূত্রের খবর, সোমবার প্রথম ভূকম্পন অনুভূত হয়, সকাল ৫টা ৪২মিনিটে। তারপরে আরও ২১ বার কেঁপে উঠেছে আন্দামানের মাটি। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় ১১ বার ভূমিকম্প হয়েছে। সেই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.৮ থেকে ৫ এর মধ্যে।

রাতের আঁধারে আন্দামানে যে ভূমিকম্প হয়েছে সেগুলির রিখটার স্কেলে মাত্রা ও উৎসস্থল হল –

রাত ১২ টা ৩ মিনিটে যে কম্পন অনুভূত হয়, তার মাত্রা ছিল ৪.৬। উৎসস্থল ছিল পোর্ট ব্লেয়ার থেকে ২১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

রাত ১২ টা ৪৬ মিনিটে কম্পনের মাত্রা ছিল ৪.৩। উৎসস্থল ছিল পোর্ট ব্লেয়ার থেকে ১৯৯ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে।

রাত ১ টা ৭ মিনিটে কম্পনের মাত্রা ছিল ৪.৫। উৎসস্থল ছিল পোর্ট ব্লেয়ার থেকে ২৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

রাত ১ টা ৩০ মিনিটে কম্পনের মাত্রা ছিল ৪.৫।

রাত ১ টা ৪৬ মিনিটে কম্পনের মাত্রা ছিল ৪.৪।

রাত ২ টা ১৩ মিনিটে কম্পনের মাত্রা ছিল ৪.৪। উৎসস্থল ছিল ক্যাম্পবেল উপসাগর থেকে উত্তর এবং উত্তর-পূর্বে।

রাত ২ টা ৫৪ মিনিটে যে কম্পন অনুভূত হয় তার মাত্রা ছিল ৪.৪।

ভোর ৪ টা ৪৫ মিনিটে কম্পনের মাত্রা ছিল ৪.৫।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে কর্ণাটকেও ভূকম্পনের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, আজ সকাল ১১.০৩ মিনিটে আসামেও ৩.৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

ইতিপূর্বে, ২০১৯-এর ১লা এপ্রিলে একাধিক বার কেঁপে উঠেছিল আন্দামান। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৪.৭ থেকে ৫.২। সেই সময় দু’ঘণ্টার ব্যাবধানে ৯ বার কেঁপে উঠেছিল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ।

Andaman & Nicobar Island: ২৪ ঘণ্টায় ২২ বার কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
রাহুলকে নিয়ে 'ভুয়ো খবর' সম্প্রচারের অভিযোগ, Zee TV-র সাংবাদিকের গ্রেফতারি ঘিরে নাটক যোগী রাজ্যে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in