গাড়ি চুরির অভিযোগে গ্রেফতার হলেন অগ্নিবীর ইসমিত সিং ওরফে ইসু। বুধবার মোহালি পুলিশের হাতে গ্রেফতার হন তিনি ও তার দুই সহযোগী।
ইসমিত সিং, তার ভাই প্রভুপ্রীত সিং ওরফে প্রভু এবং বলকরণ সিং-কে গ্রেফতার করে পুলিশ। সকলের বয়স ১৯-২২ বছরের মধ্যে। NDTV-র প্রতিবেদন অনুযায়ী, কয়েকদিন আগে ধৃত ৩ জনের বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগ ওঠে। অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করেছিলেন তারা। ওই গাড়ির চালককে বন্দুক দেখিয়ে ও তাঁর মুখে পেপার স্প্রে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় ৩ জন। এর আগেও ৩ অভিযুক্তের বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগ উঠেছিল।
মোহালির এসএসপি সন্দীপ কুমার গর্গ জানান, "পরিবার ছেড়ে অনেকটাই দূরে কর্মরত ছিলেন ওই অগ্নিবীর। মাসিক বেতন হিসেবে ২০ হাজার টাকায় অখুশি ছিলেন তিনি। ভবিষ্যত নিয়েও বেশ চিন্তায় পড়েন ইসু। ছুটিতে বাড়ি আসার পর আর ডিউটিতে ফিরে যাননি। তিনি ঠিক করেছিলেন অপরাধ জগতের মধ্যে প্রবেশ করে অবৈধভাবে অনেক অর্থ উপার্জন করবেন। সেই জন্যই তিনি কানপুরে অস্ত্র কিনতে গিয়েছিলেন। আর ওই অস্ত্রই গাড়ি চুরি করার কাজে ব্যবহার করেছিলেন"।
প্রসঙ্গত, ২০২২ সালে অগ্নিবীরের চাকরি পেয়েছিলেন ইসমিত সিং। তার পোস্টিং ছিল পশ্চিমবঙ্গে। দু'মাসের ছুটিতে পাঞ্জাবে নিজের বাড়িতে ফেরেন ইসু। কিন্তু ছুটি শেষ হওয়ার পর তিনি আর কাজে যোগ দেননি।
উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসে 'অগ্নিপথ' প্রকল্প ঘোষণা করা হয়। মূলত ১৭-২১ বছর বয়সীদের চার বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগের কথা বলা হয়। তারপর উত্তাল হয় গোটা দেশ। বিভিন্ন জায়গায় চলে বিক্ষোভ। পরে কেন্দ্র জানায় কর্মরত অবস্থায় মৃত্যু হলে ১ কোটি টাকা দেওয়া হবে পরিবারকে। এছাড়াও একাধিক বিষয়ে পরিবর্তন এনে অগ্নিপথ প্রকল্প চালু করে কেন্দ্র। অগ্নিপথ প্রকল্পে কর্মরত সেনাদের 'অগ্নিবীর' বলা হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন