ADR: দেশের ৪০ শতাংশ সাংসদের নামেই রয়েছে খুন, ধর্ষণের মতো অপরাধমূলক মামলা, বলছে ADR রিপোর্ট

People's Reporter: রিপোর্ট জানাচ্ছে, রাজনৈতিক দলের নিরিখে সবচেয়ে বেশি অপরাধ মামলা রয়েছে দেশের শাসকদল বিজেপি সাংসদদের নামেই।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

দেশের দুই সংসদ ভবনের ৭৬৩ জন সাংসদের মধ্যে মোট ৩০৬ জনের নামেই রয়েছে অপরাধমূলক মামলা। মঙ্গলবার এমন চাঞ্চল্যকর তথ্যই প্রকাশিত হয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR)-এর রিপোর্টে। সমীক্ষায় আরও দেখা গিয়েছে, ৩০৬ জন সাংসদের মধ্যে ১৯৪ জনের নামে খুন, খুনের চেষ্টা, অপহরণ ইত্যাদি গুরুতর অপরাধের মামলা রয়েছে।

লোকসভা ও রাজ্যসভার ৭৬৩ জন সাংসদ শেষ নির্বাচনে লড়াইয়ের আগে প্রার্থীপদের মনোনয়ন দেওয়ার সময় যে হলফনামা জমা দিয়েছিলেন, মঙ্গলবার সেই হলফনামাগুলি সমীক্ষা করে একটি রিপোর্ট প্রকাশ করেছে ADR। মূলত সংসদের দুই কক্ষের সদস্যদের বিরুদ্ধে থাকা অপরাধমূলক মামলা নিয়েই সমীক্ষা করা হয়েছে।

সমীক্ষায় দেখা গিয়েছে, লোকসভা ও রাজ্যসভার ৭৭৬টি আসনের মধ্যে ৭৬৩ জন তাঁদের শেষ নির্বাচন বা উপ-নির্বাচনের সময় যে হলফনামা জমা দিয়েছেন, সেই হলফনামায় মোট ৩০৬ জন সাংসদ নিজেদের নামে থাকা অপরাধ মামলার কথা উল্লেখ করেছেন।

রিপোর্টে আরও বলা হয়েছে, দেশের মোট সাংসদদের মধ্যে মোট ৪০ শতাংশের নামেই অপরাধমূলক মামলা রয়েছে। পাশাপাশি, ওই ৩০৬ জনের মধ্যে ১৯৪ জন (২৫ শতাংশ) নিজেদের নামে থাকা খুন, খুনের চেষ্টা, অপহরণ, মহিলাদের বিরুদ্ধে অপরাধের মতো গুরুতর অপরাধ মামলার কথা স্বীকার করে নিয়েছেন।

সমীক্ষা অনুসারে, লাক্ষাদ্বীপের যে ১জন মাত্র সাংসদ রয়েছেন, তাঁর নামে অপরাধের মামলা রয়েছে। আবার কেরালার ২৯ জন সাংসদের মধ্যে ২৩ জনের (৭৯ শতাংশ) নামে, বিহারের ৫৬ জনের মধ্যে ৪১ জনের (৭৩ শতাংশ) নামে, মহারাষ্ট্রের ৬৫ জনের মধ্যে ৩৭ জনের (৫৭ শতাংশ) নামে, তেলেঙ্গানার ২ জনের মধ্যে ১৩ জনের (৫৪ শতাংশ) নামে এবং দিল্লির ১০ জন সাংসদের মধ্যে ৫ জনের (৫০ শতাংশ) নামেই রয়েছে অপরাধমূলক মামলা।

রিপোর্ট জানাচ্ছে, রাজনৈতিক দলের নিরিখে সবচেয়ে বেশি অপরাধ মামলা রয়েছে দেশের শাসকদল বিজেপি সাংসদদের নামেই। ভারতীয় জনতা পার্টির ৩৮৫ জন সাংসদের মধ্যে ১৩৯ জনের (৩৬ শতাংশ) নামে, জাতীয় কংগ্রেসের ৮১ জন সাংসদের মধ্যে ৪৩ জনের (৫৩ শতাংশ) নামে, তৃণমূল কংগ্রেসের ৩৬ জন সাংসদের মধ্যে ১৪ জনের (৩৯ শতাংশ) নামে, রাষ্ট্রীয় জনতা দলের ৬ জনের মধ্যে ৫ জনের (৮৩ শতাংশ) নামেই, সিপিআইএমের ৮ জনের মধ্যে ৬ জনের (৭৫ শতাংশ) নামেই অপরাধের মামলা রয়েছে। সাংসদরা নিজেরাই এইসমস্ত মামলার কথা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন।

ছবি প্রতীকী
ADR: ৮ জাতীয় রাজনৈতিক দলের মধ্যে সর্বাধিক সম্পদ BJP-র, ১ বছরে তৃণমূলের সম্পদ বেড়েছে প্রায় ১৫২ গুণ
ছবি প্রতীকী
ADR: ২২৫ রাজ্যসভা সাংসদের মধ্যে ২৭ জন বিলিওনেয়ার - সমীক্ষা রিপোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in