রাজ্য জুড়ে মোট ৪ হাজার ৪টি বাল্যবিবাহের মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার তিনি বলেন, 'আগামী দিনগুলিতে এটি রুখতে পুলিশী পদক্ষেপ নেওয়া হবে।'
টুইটারে আসাম পুলিশের একটি রিপোর্ট শেয়ার করে মুখ্যমন্ত্রী শর্মা লিখেছেন, 'রাজ্যে বাল্যবিবাহের সংকট নিরসনে বদ্ধপরিকর সরকার। এখন পর্যন্ত রাজ্যে মোট ৪,০০৪ টি মামলা নথিভুক্ত করেছে পুলিশ। আগামীদিনে আরও পুলিশি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার কার্যক্রম শুরু হবে ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে। তাই, আমি সকলকে সহযোগিতার অনুরোধ করছি।'
রিপোর্ট অনুসারে, বাল্যবিবাহের সবথেকে বেশি মামলা নথিভুক্ত হয়েছে ধুবরি জেলায়। সেখানে মামলা হয়েছে ৩৭০ টি। তারপরে হোজাই (২৫৫ টি) এবং উদালগুড়ি (২৩৫ টি) জেলা।
এছাড়া, গুয়াহাটি পুলিশ কমিশনারেটে অন্তত ১৯২টি মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে, সবথেকে কম বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ডিমা হাসাও জেলায়। এই জেলায় মামলার সংখ্যা ২৪।
বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর হতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৮০০ জনের বেশি ব্যক্তিকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 'একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করা শুধুমাত্র আইনের বিরুদ্ধেই নয়, এটি একটি মেয়ে শিশুর মৌলিক অধিকারও লঙ্ঘন করে। এটি তাঁর স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক৷ এই ধরণের ঘটনার ক্ষেত্রে শিশুদের সুরক্ষা এবং বাল্যবিবাহের নিষেধাজ্ঞা (POCSO) আইন অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
একইসঙ্গে তিনি বলেন, 'এই বিপুল সংখ্যক অল্পবয়সী মেয়ে বাল্যবিবাহের শিকার হওয়া বিরক্তিকর। রাজ্য সরকার POCSO আইনে সেই মহিলার স্বামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যাঁদের স্ত্রীরা ১৮ বছরের আগেই গর্ভবতী হয়েছে।'
সতর্কতা জারি করে তিনি বলেন, এ ধরনের অপরাধের শাস্তি হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন