পুলওয়ামায় কেন্দ্রের গাফিলতি নিয়ে প্রাক্তন গভর্নর সত্যপাল মালিকের বিস্ফোরক দাবি ঘিরে শোরগোলের মাঝেই ফের জম্মু-কাশ্মীরে সেনা ট্রাকে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটলো। জম্মু-কাশ্মীরের পুঞ্চে সন্ত্রাসবাদী হামলায় ৫ সেনার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পুঞ্চের রাজৌরি সেক্টর দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর ট্রাকটিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। এলোপাথাড়ি গুলি চালানো এবং গ্রেনেড ছোঁড়া হয় ট্রাকটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জওয়ানের।
সেনার নর্দান কমান্ডের বিবৃতি অনুযায়ী, ওই এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। এলাকায় দৃশ্যমানতা যথেষ্ট কম ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়েছে সন্ত্রাসবাদীরা। ট্রাক লক্ষ্য করে প্রথমে গুলি ছোঁড়া হয়েছে এবং তারপর গ্রেনেড ছোঁড়া হয়েছে। এর ফলে আগুন ধরে যায় গাড়িতে। এর ফলে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের পাঁচ জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক জওয়ান।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। নিজের টুইটারে তিনি লেখেন, “এই সন্ত্রাস হামলার তীব্র নিন্দা জানাই। যে সাহসী জওয়ানরা তাঁদের জীবন দিলেন তাঁদের কাছের লোকদের সমবেদনা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে কোনও আপোষ চলতে পারে না।“
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনীর ট্রাকে হামলা চালিয়েছিল পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠী। এই ঘটনায় প্রায় ৫০ জন জওয়ানের মৃত্যু হয়েছিল। সম্প্রতি এই ঘটনার জন্য কেন্দ্রের গাফিলতিকেই দায়ী করেছেন জম্মু-কাশ্মীরের তৎকালীন গভর্নর সত্যপাল মালিক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন