কাশ্মীরের পুঞ্চে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হলেন ৫ সেনা জওয়ান। আহত আরও ৩ সেনা। পুঞ্চের ডেরা কি গলি এলাকায় হামলা চালায় জঙ্গিরা। এই নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয় বার হামলা চালালো জঙ্গিরা। সেনা জঙ্গির মধ্যে এখনও চলছে গুলির লড়াই।
বুধবার রাত থেকেই ডেরা কি গলি এলাকায় অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী। বৃহস্পতিবার রাজৌরির পুঞ্চে বিকেল ৩.৪৫ নাগাদ সেনাবাহিনীর দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। ওই দুটি গাড়ি সুরানকোট থানা এলাকার বাফলিয়াজ থেকে রাজৌরির দিকে যাচ্ছিল। রাস্তার একটি সংকীর্ণ স্থানে হামলা চালায় জঙ্গিরা। গাড়ি লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছুঁড়তে থাকে জঙ্গিরা। বৃহস্পতিবার থেকে এখনও থামেনি গুলির লড়াই।
এক সেনা আধিকারিক জানান, 'ডিকেজি (ডেরা কি গলি) এলাকায় গোপন সূত্র মারফত খবর পেয়ে যৌথ অভিযান চালানো হয়। সন্ত্রাসবাদীরা হামলা চালাতেই পাল্টা এনকাউন্টার প্রক্রিয়া শুরু হয়েছে'।
এই ঘটনার দায় স্বীকার করেছে লস্কর ই তইবার শাখা সংগঠন দ্য পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট। জঙ্গিদের হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন সেনা জওয়ান। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজনের মৃত্যু হয়।
উল্লেখ্য, কিছু দিন আগেই রাজৌরির কালাকোটে সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালীন সেনা জঙ্গির গুলির লড়াই চলেছিল। যেখানে দুই ক্যাপ্টেন সহ মোট ৫ জন সেনা শহীদ হন। এছাড়া ২০২৩ সালেই এপ্রিল ও মে মাসে দুটি হামলায় ১০ জন সেনা শহীদ হন। শেষ ২ বছরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন সেনা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন