প্রধানমন্ত্রী ও হরিয়ানার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিচার চাইলেন ৫০০ জন নির্যাতিতা ছাত্রী। তাঁরা সকলেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের লালসার শিকার হয়েছেন বলে অভিযোগ। দিনের পর দিন ছাত্রীদের শ্লীলতাহানি করে গেছেন ওই অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আচার্য (রাজ্যপাল)কে সমস্ত বিষয় জানিয়েও কোনো লাভ হয়নি বলেও অভিযোগ করছেন ছাত্রীরা।
ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানার সিরসার চৌধুরী দেবী লাল বিশ্ববিদ্যালয়ে। ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক ছাত্রীর সাথে অসভ্যতা করেছেন ওই অধ্যাপক। ছাত্রীদেরকে বাথরুমে নিয়ে গিয়ে তাঁদের শ্লীলতাহানি করতেন তিনি। ছাত্রীদের গোপনাঙ্গ স্পর্শ করতেন তিনি। কেউ প্রতিবাদ করতে চাইলে তাঁকে প্রাণনাশের হুমকি দিতেন তিনি। আবার অনেককে পরীক্ষায় ফেল করিয়া দেওয়া বা কলেজ থেকে বহিষ্কার করার ভয়ও দেখাতেন।
দীর্ঘদিন ধরে চলা অধ্যাপকের কুকীর্তি ফাঁস করতে ছাত্রীরা প্রথমে চিঠি লিখেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আচার্যকে। রাজ্যপাল উপচার্যকে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দিলেও কোনো লাভ হয়নি। ফলে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ, জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মাকে চিঠি লিখলেন নির্যাতিতা ৫০০ ছাত্রী।
চিঠিতে তাঁরা লিখেছেন, অধ্যাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজ্যপাল নির্দেশ দেওয়ার পরও কোনো সুরাহা হয়নি। বরং পুরো ঘটনাটিই ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়। নির্যাতিতারা যাতে মুখ না খোলে তার জন্য পরীক্ষার খাতায় নম্বর বাড়ানোর প্রলোভনও দেখয়েছিলেন অভিযুক্ত অধ্যাপক। তবে ওই চিঠিতে কোনো ছাত্রী নিজের নাম জানাননি।
সূত্রের খবর, অভিযুক্ত অধ্যাপক বিজেপি ঘনিষ্ঠ। রাজ্যের একাধিক শীর্ষ নেতার সাথে তাঁর ভালো যোগাযোগ আছে। তাই ছাত্রীদের পরিচয় প্রকাশ করলে একাধিক সমস্যা সৃষ্টি করতে পারেন অধ্যাপক। এমনটাই আশঙ্কা করছেন নির্যাতিতারা। এক পুলিশ কর্তা জানান, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত ওই অধ্যাপকের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যায়নি।
ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, ছাত্রীরা বিচারের আশায় একাধিক জায়গায় চিঠি দিয়েছে। পুলিশও তদন্ত করছে। আমরা সকলেই চাই মূল অপরাধী শাস্তি পাক। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন