Haryana: হরিয়ানা বিধানসভা ভোটে ৫২ শতাংশ প্রার্থীই কোটিপতি, তালিকার শীর্ষে বিজেপি

People's Reporter: বিজেপির হিসারের নারনৌন্দ কেন্দ্রের প্রার্থী ক্যাপ্টেন অভিমন্যুর মোট সম্পত্তির পরিমাণ ৪৯১ কোটি টাকা। ১৩৩ জন প্রার্থী তাঁদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস থাকার কথা জানিয়েছেন।
হরিয়ানা বিধানসভা নির্বাচনে তালিকার শীর্ষে বিজেপি
হরিয়ানা বিধানসভা নির্বাচনে তালিকার শীর্ষে বিজেপিছবি - সংগৃহীত
Published on

শনিবার হরিয়ানায় বিধানসভা নির্বাচন। এক দফাতেই ৯০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে প্রকাশ্যে এল হরিয়ানার প্রার্থীদের সম্পত্তির পরিমাণ। ভোট-নজরদারি সংস্থা ‘ন্যাশনাল ইলেকশন ওয়াচ’ এবং বেসরকারী সংস্থা ‘অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস’ (এডিআর)-এর তথ্য অনুযায়ী, প্রার্থীদের মধ্যে ৫২ শতাংশই কোটিপতি। এই তালিকায় প্রথমে রয়েছেন এক বিজেপি প্রার্থী। যাঁর মোট সম্পদের মূল্য ৪৯১ কোটি টাকা। ১৩৩ জন প্রার্থী তাঁদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস থাকার কথা জানিয়েছেন।

আসন্ন বিধানসভা নির্বাচনে হরিয়ানাতে মোট প্রার্থীর সংখ্যা ১,০৩১ জন। এডিআর-এর রিপোর্ট জানাচ্ছে, তাদের মধ্যে ১,০২৮ জনের মনোনয়ন পত্র খতিয়ে দেখে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, স্থাবর-অস্থাবর সম্পত্তির মোট মূল্য ১০ লক্ষ টাকা বা তার কম, এমন প্রার্থীর সংখ্যা মাত্র ১৯ শতাংশ। ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকার সম্পদ রয়েছে আরও ১৯ শতাংশ প্রার্থীর। ৫০ লক্ষ টাকা থেকে ২ কোটির মধ্যে সম্পদ রয়েছে ২২ শতাংশ প্রার্থীর। ১ কোটি টাকা বা তার বেশি অঙ্কের সম্পত্তি রয়েছে মোট ৫৩৮ জন প্রার্থীর। এছাড়া ১৩ শতাংশের ২ থেকে ৫ কোটির সম্পত্তি রয়েছে। ৫ কোটি টাকারও বেশি সম্পদের মালিক ২৭ শতাংশ প্রার্থী।

ধনী প্রার্থীদের তালিকায় শীর্ষে রয়েছেন বিজেপির প্রাক্তন মন্ত্রী ক্যাপ্টেন অভিমন্যু। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৯১ কোটি টাকা। আসন্ন নির্বাচনে তিনি হিসারের নারনৌন্দ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন গুরুগ্রামে সোহনা আসনের কংগ্রেসের প্রার্থী রোহটস সিংহ খটানা। হলফনামা বলছে, তিনি ৪৮৪ কোটির সম্পদের মালিক। তৃতীয় স্থানে রয়েছেন জিন্দল শিল্পগোষ্ঠীর অন্যতম কর্ণধার তথা হিসারের নির্দল প্রার্থী সাবিত্রী জিন্দল। তাঁর মোট সম্পদের পরিমাণ ২৭০ কোটি টাকা। প্রার্থীদের সম্পত্তির গড় মূল্য ৮ কোটি ৬৮ লক্ষ টাকা। 

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in